জননেতা তরিকুল ইসলামের মৃত্যুবাষির্কী পালন অব্যাহত

0

 

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনাসহ বিভিন্ন কর্মসূচি পালন অব্যহত রয়েছে।
যশোর পৌরসভায় কর্মকর্তা-কর্মচারীদের আয়োজেন মঙ্গলবার বাদ যোহর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পূর্বক তরিকুল ইসলামের কর্মময় জীবন নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, পৌরসভার কর্মচারী ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক আলা উদ্দিন আলা ও বর্তমান সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, পৌরসভার নির্বাহী কর্মকর্তা জায়েদ হোসেন, সহকারী প্রকৌশলী বি এম কামাল আহমেদ, হিসাবরক্ষক আব্দুল হান্নান, পৌর কর্মচারী মাসুদুল বারী কাক্কু, আব্দুর রহিম, তৌহিদুর রহমান প্রমুখ।
যশোর শহরের বেজপাড়ায় দোয়া মাহফিল ও এতিমদের মধ্যে খাদ্য বিতরণ হয়। বেজপাড়া তালতালা মোড়ে নগর বিএনপির উদ্যোগে ওই মাহফিলে প্রধান অতিথি ছিলেন নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সাংগঠনিক সম্পাদক ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান মাসুম, যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল আলম, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, সহসাংগঠনিক সম্পাদক ওলিয়ার রহমান, মাসুম রহমান প্রিন্স প্রমুখ।
এ সময় ৭ নম্বর ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলাদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলমগীর কবির রূপদিয়া (যশোর) সংবাদদাতা জানান, যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে আলোচনা সভা, দোয়া মাহফিল ও দরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করা হয়। ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে এ কর্মসূিচতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু। বিশেষ অতিথি ছিলেন নগর বিএনপির সভাপতি মুনির আহম্মেদ সিদ্দিকী বাচ্চু, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হাজী অ্যাড. আনিছুর রহমান মুকুল। আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দার হোসেন খান, নরেন্দ্রপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম বিশ্বাস, সহসভাপতি আব্দুল জলিল গোলদার, সাধারণ সম্পাদক এস এস আবু রাসেল, যুগ্ম সম্পাদক গোলাম ছরোয়ার, সোহেল রানা তোতা, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির, যুবদলের সভাপতি ইউপি সদস্য আজিম হোসেন মিন্টু, সাধারণ সম্পাদক এসকেন্দার মীর্জা লাল্টু, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইমামুল ইসলাম তুহিন। যুগ্ম আহবায়ক শেখ কামাল হোসেন, সদস্য সচিব নাজমুল ইসলাম, ছাত্রদলের সভাপতি রাশেদুল ইসলাম, সাধারণ সম্পাদক রসুল আহম্মেদ প্রমুখ।

নড়াইল সংবাদদাতা জানান, নড়াইল জেলা বিএনপির দলীয় কার্যালয়ে সোমবার বিকালে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে দোয়া মাহফিল ও আলোচনা সভা হয়। সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহ সভাপতি জুলফিকার আলী মন্ডল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম। এ সময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলী হাসান, সাংগাঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভি জর্জ, নড়াইল সদর থানা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান আলেক, সাধারণ সম্পাদক মুজাহিদুর রহমান পলাশ, নড়াইল জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক খন্দকার ফশিয়ার রহমান, সদস্য সচিব খন্দকার মঞ্জুরুল সাইদ বাবু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান সনিসহ বিএনপি, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।
লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা সংবাদদাতা জানান, নড়াইলের লোহাগড়ায় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে লক্ষীপাশাস্থ বিএনপির কার্যালয়ে এ স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি মো. আহাদুজ্জামান বাটু।
লোহাগড়া পৌর বিএনপির নবনির্বাচিত সভাপতি মো. মিলু শরিফের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. জুলফিকার আলী মন্ডল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জজ, নড়াইল সদর উপজেলা বিনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. মোস্তাহিদুর রহমান পলাশ, লোহাগড়া উপজেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি জিএম নজরুল ইসলাম, উপজেলা বিএনপির নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক শাহ আলম শিকদার, পৌর বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. মশিয়ার রহমান সান্টু, পৌর বিএনপির নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন প্রমুখ।
মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা জানান, বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপনের সহযোগিতায় সোমবার বিকেলে দলীয় কার্যালয়ে মোরেলগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি দোয়া অনুষ্ঠান করে।
দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক বাবুল। সভাপতিত্ব করেন পৌর বিএনপির আহ্বায়ক শিকদার ফরিদুল ইসলাম। অন্যান্যের মধ্যে আলোচনা করেন বিএনপি নেতা মতিউর রহমান বাচ্চু, ফারুক হোসেন সামাদ, মুক্তা খানম মাহমুদা, মাসুদ খান চুন্নু ও আসাদুজ্জামান মিলন।