আওয়ামী সন্ত্রাসী হামলায় বিএনপি কর্মী আজ পঙ্গু

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ চৌগাছায় আওয়ামী সন্ত্রাসীদের হামলার শিকার হয়ে পঙ্গুত্ববরণ ও একটি চোখ অন্ধ হয়ে আজও বেঁচে আছেন বিএনপি কর্মী সমর আলী। ২০০৯ সালে সন্ত্রাসীরা তার ওপর মধ্যযুগীয় কায়দায় হামলা করে। সে সময় থানায় মামলা করলেও সন্ত্রাসীদের অব্যাহত হুমকির মুখে চার দিনের মাথায় থানা থেকে মামলা তুলে নিতে বাধ্য হন বিএনপি কর্মী সমর আলী।
পঙ্গু সমর আলী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের চাঁদপাড়া গ্রামের বাসিন্দা ও বিএনপির একজন কর্মী। ২০০৯ সালের ৫ জানুয়ারি স্থানীয় চাঁদপাড়া বাজারে একটি চায়ের দোকানে বসে চা পান করতে থাকেন। এসময় এলাকার চিহিৃত সন্ত্রাসী লিটন, লালসহ ১০/১২ জন সন্ত্রাসী ধরে স্কুল মাঠে নিয়ে লোহার রড, হাতুড়ি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে নিশ্চিত মৃত্যু ভেবে ফেলে রেখে চলে যায়। সন্ত্রাসীদের ভয়ে কেউ তার কাছে যায়নি। খবর পেয়ে বাড়ি থেকে পরিবারের লোকজন এসে তাকে উদ্ধার করে চৌগাছা হাসপাতালে ভর্তি করেন। তার একটি পা ও একটি হাত ভেঙে গুড়িয়ে দেয় আওয়ামী সন্ত্রাসীরা।