তরিকুল ইসলামের রূহের মাগফিরাত কামনায় পরিবারের উদ্যোগে দোয়া

0

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী, বরেণ্য রাজনীতিক তরিকুল ইসলামের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পরিবারের উদ্যোগে শুক্রবার বাদ আসর যশোর শহরের ঐতিহ্যবাহী দড়াটানা জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে বিভিন্ন শ্রেণিপেশার বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। ২০১৮ সালের ৪ নভেম্বর বরেণ্য এ রাজনীতিক মৃত্যুবরণ করেন।

শুক্রবার বাদ আসর দড়াটানা জামে মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে যশোরের শীর্ষস্থানীয় উলামায়ে কেরামগণ কুরআন ও সুন্নাহর মহত্বসহ মরহুমের স্মৃতিচারণ করে আলোচনা করেন।

আলোচনায় অংশ নেন, যশোর দারুল আরকান মাদরাসার মুহতামিম ও খুলনা বিভাগীয় কওমী মাদরাসা পরিষদের সেক্রেটারি মাওলানা আব্দুল মান্নান, জেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মো. বেলায়েত হোসেন, যশোর দড়াটানা জামে মসজিদের খতিব মুফতি আমানুল্লাহ কাসেমী, বকচর জামেয়া কুরআনিয়া মাদরাসার মুহতামিম মাওলানা নাযির উদ্দীন ও দড়াটনা মাদরাসার মুহাদ্দিস মুফতি আরিফুল ইসলাম ফয়সাল।

দোয়াপূর্ব আলোচনায় উলামায়ে কেরামগণ বলেন, মানুষের দুনিয়ায় এমন কিছু আমল আছে, যে আমলের সুফল মৃত্যুর পরও কিয়ামত পর্যন্ত চলমান থাকে। সেটি হচ্ছে সদকায়ে জারিয়া। দুনিয়ায় যারা সদকায়ে জারিয়ার মতো আমল করে যাবেন মৃত্যুর পর কবরে তার আমলনামায় সওয়াব যেতে থাকবে।

এসময় উলামায়ে কেরামগণ মরহুম তরিকুল ইসলামের বর্ণাঢ্য জীবনের কিছু উল্লেখযোগ্য দিক তুলে ধরে বলেন, তিনি একজন বিশাল মানবিক গুণের অধিকারী ছিলেন। জীবদ্দশায় তিনি অনেক সদকায়ে জারিয়া করেছেন। রাষ্ট্রীয় দায়িত্বে থাকাকালীন সময়ে তিনি যশোরের অভূতপূর্ব উন্নয়নের পাশাপাশি অনেক দ্বীনি প্রতিষ্ঠানের খেদমত করে গেছেন। বিশেষ করে দড়াটানা জামে মসজিদসহ দ্বীনি প্রতিষ্ঠানের খেদমত করে গেছেন। আলেমদের মর্যাদা করতেন তিনি।

উলামায়ে কেরামগণ বলেন, দুনিয়ায় যারা এ ধরনের সদকায়ে জারিয়ার কাজ করেছেন তাদেরকে আখিরাতে আল্লাহ শান্তিতে রাখেন বলে কুরআন ও হাদিসে বর্ণনা আছে। মরহুম তরিকুল ইসলামকেও আল্লাহ তাঁর ভালো কাজের জন্য প্রতিদান দেবেন বলে আমরা বিশ্বাস করি।

আলেমরা আলোচনায় আরও বলেন, দুনিয়ার জিন্দেগি খুবই ক্ষণস্থায়ী। যার মূল্য আল্লাহর কাছে কিছুই নেই। যে মানুষ দুনিয়ায় ভালো কাজ করে যাবেন, সে ব্যক্তি আখিরাতে তার প্রতিদান পাবেন। সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম এই যশোরের জন্য অনেক ভালো কাজ করেছেন। যে কারণে আল্লাহ রাব্বুল আলামীন তাঁকে পরকালে এর পুরস্কার দেবেন, শান্তিতে রাখবেন।

আলেমরা মরহুম তরিকুল ইসলাম ও তার পরিবারের মৃত্যুবরণকারী স্বজনদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন। একই সাথে মরহুম তরিকুল ইসলামের স্বজনদের ভবিষ্যত সাফল্য কামনাসহ দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে দোয়া করেন। দোয়া পরিচালনা করেন দড়াটানা জামে মসজিদের খতিব মাওলানা আমানুল্লাহ কাসেমী।

দোয়া মাহফিলে মরহুমের বড় ছেলে লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, ছোট ছেলে বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ও মরহুমের ভাই-বোনদের সন্তান, স্বজন,শুভাকাঙ্খীসহ যশোরের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী, সাংস্কৃতিক, সাংবাদিক নেতৃবৃন্দসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

এদিকে পরিবারের আয়োজনে এ দোয়া মাহফিলে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের ঢল নামে। আসরের নামাজের পর যশোর শহরের বিভিন্ন মসজিদের ধর্মপ্রাণ মুসল্লিরা দড়াটানা জামে মসজিদে আসেন প্রিয় মানুষটির জন্য দোয়া করতে। এসময় বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মানুষের উপস্থিতিতে দড়াটানা জামে মসজিদের চতুর্থতলা ছাপিয়ে মসজিদের পশ্চিম পাশের রাস্তা পর্যন্ত মানুষের উপস্থিতি ঘটে। তবে আয়োজকদের সুশৃঙ্খল ব্যবস্থাপনার কারণে সবাই অত্যন্ত সুন্দর পরিবেশে বসে দোয়ায় অংশ নেন। দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।