৯ মাস পর কারামুক্ত ইমরানের স্ত্রী বুশরা বিবি

0

লোকসমাজ ডেস্ক।। পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবি প্রায় ৯ মাস পর কারাগার থেকে মুক্তি পেলেন। তোশাখানা মামলায় জামিন পাওয়ার একদিন পর বৃহস্পতিবার (২৪ অক্টোবর) আদিয়ালা কারাগার থেকে মুক্তি পান তিনি।
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) আইনজীবী নাঈম হায়দার পাঞ্জুথা আল জাজিরাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পিটিআই চেয়ারম্যান গোহর আলী খান বলেন, মুক্তি পাওয়ার পর বুশরা বিবি তার ইসলামাবাদের বাসভবনে যাচ্ছেন।
সরকারি নিয়ম লঙ্ঘন করে রাষ্ট্রীয় উপহার রাখা ও বিক্রির একাধিক অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর বুশরা বিবি ও ইমরান খানকে ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।
পাকিস্তানের আদালত রায় দিয়েছে, এই দম্পতি অবৈধভাবে তোশাখানা বা ট্রেজার হাউস নামে পরিচিত একটি রাষ্ট্রীয় কোষাগার থেকে ইমরান খানের প্রধানমন্ত্রীত্বের সময় প্রাপ্ত ১৪০ মিলিয়ন রুপিরও বেশি মূল্যের উপহার বিক্রি করেছিলেন।
যদিও খান পরিবার এ অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, ৭২ বছর বয়সী প্রাক্তন এই ক্রিকেট তারকাকে ক্ষতিগ্রস্ত করার জন্য উদ্দেশ্যমূলকভাবে প্রধানমন্ত্রীর পদ থেকে অপসারিত হওয়ার পর কয়েক ডজন মামলা দেওয়া হয়।