মালিয়েশিয়ায় ভবন ধসে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

0

লোকসমাজ ডেস্ক॥ মালয়েশিয়াতে একটি নির্মাণাধীন ভবন ধসে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। ভবন ধসের ঘটনায় আহত হয়েছে আরও দুই পাকিস্তানি শ্রমিক। গতকাল শুক্রবার দেশটির জালান বুকিত সেনজুয়াং এলাকায় এ ঘটনা ঘটে।
এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে দেশটির গণমাধ্যম মালয় মেইল।
মালয়েশিয়ার মালাক্কা তেনাহ জেলার পুলিশ প্রধান অ্যাসিস্ট্যান্ট কমিশনার ক্রিস্টোফার পেটিট জানান, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে ভবন ধসের ঘটনা ঘটে। সে সময় জিদান নামে এক বাংলাদেশী শ্রমিক ধ্বংসস্তূপে পরে প্রাণ হারান।
পরবর্তীতে রাতের বেলা ধ্বংসস্তূপের মধ্যে থেকে নিহত বাংলাদেশি শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয় এবং আটকে থাকা পাকিস্তানি দুই নাগরিককেও উদ্ধা রকরা হয়।
ভবন ধসে বেঁচে যাওয়া দুই পাকিস্তানি নাগরিক হলেন জুবায়ের আহমেদ (৩২) এবং আব্বাস গুলাম (৪৯)। এ ঘটনায় তারা উভয়ই ঘাড়, কাঁধ এবং মাথাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাত পেয়েছেন।
আহত দুজনকে মালাক্কা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন ক্রিস্টোফার পেটিট।
প্রতিবেদনে আরও বলা হয়, মালাক্কা স্টেট ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের উপপরিচালক আর সাইফুল ইসওয়ান্দি আর হাসান জানান, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৮ মিনিটের দিকে তারা এই দুর্ঘটনার বিষয়ে খবর পান। এরপর ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশন থেকে মোট ৮১ জন কর্মকর্তা-কর্মচারী এবং পাদাং তেমু ও মালাক্কা তেনাহসহ স্পেশাল ফোর্স ট্যাকটিক্যাল রেসকিউ অপারেশনে ৩৫ জনের পৃথক দুটি দল প্রায় ১০ মিনিট পরে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।