আফসার আহমেদ সিদ্দিকীর ২৩তম মৃত্যুবার্ষিকী আজ

0

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য, দলের সাবেক ভাইস চেযারম্যান, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আফসার আহমেদ সিদ্দিকীর ২৩তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০১ সালের ১২ অক্টোবর ঘাতকব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে এদিন ঢাকার একটি হাসপাতালে তিনি ইন্তিকাল করেন।
আফসার আহমেদ সিদ্দিকী মুক্তিযোদ্ধা ও ভাষা সৈনিক ছিলেন। বায়ান্নোর ভাষা আন্দোলনের সময় গ্রেফতার হয়ে ২ বছর কারাবরণ করেন। ঊনসত্তরের গণঅভ্যুত্থান এবং একাত্তরের মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তিনি ছিলেন সুপ্রিমকোর্টের আইনজীবী। তিনি বিলুপ্ত যশোর-৮ এবং বর্তমান মনিরামপুর-৫ আসন থেকে দুই বার সংসদ সদস্য নির্বাচিত হন। স্বাধীন বাংলাদেশে প্রথম স্থানীয় নির্বাচনে ১৯৭৩ সালে তিনি যশোর পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। যুদ্ধবিধ্বস্ত যশোর শহরকে কিভাবে একটি আধুনিক শহরে রূপ দেওয়া যায়, তার পূর্ণাঙ্গ পরিকল্পনা তৈরি করেছিলেন আফসার আহমদ সিদ্দিকী।
১৯৭৮ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আহ্বানে সাড়া দিয়ে তিনি বিএনপিতে যোগ দেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাকে প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়ে যশোর জেলা উন্নয়ন সমন্বয়কারী (ডিডিসি) নিযুক্ত করেন। পরবর্তীতে তিনি দলটির দফতর, কৃষি বিষয়ক ও ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। তিনি স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে বিএনপির নেতৃত্বাধীন সাত দলীয় জোটের লিয়াজোঁ কমিটির অন্যতম সদস্য ছিলেন। যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। বিএনপির যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালনসহ মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তিনি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী আফসার আহমেদ সিদ্দিকী ২০০১ সালের ক্যান্সারে আক্রান্ত হয়ে ইন্তিকাল করেন। আজ শনিবার তাঁর মৃত্যুবার্ষিকীতে পারিবারিকভাবে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এদিন মরহুমের কবর জিয়ারতসহ কুরখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।