আশুলিয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে গুলিতে শ্রমিক নিহত, আহত ৩০

0

লোকসমাজ ডেস্ক॥ সাভারের আশুলিয়ায় শ্রমিক ও আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক শ্রমিক নিহত হয়েছেন। এছাড়া পুলিশের এসপিসহ ৩০ জন আহত হয়েছেন। সোমবার দুপুরে আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকার মন্ডল নিটওয়্যার কারখানার সামনে এ ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম কাউসার আহাম্মেদ (২৬)। তিনি টঙ্গাবাড়ি এলাকার ম্যাংগো টেক্স লিমিটেড কারখানায় সুইং অপারেটর হিসেবে কাজ করতেন। গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. এনামুল হক মিয়া।
শ্রমিকরা জানান, সকালে মন্ডল গ্রুপের শ্রমিকদের প্রতিনিধিদের সঙ্গে মালিকপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মিটিং চলছিল। সমঝোতা না হওয়ায় শ্রমিকরা কারখানার বাইরে অবস্থান নেন। পরে অন্যান্য কারখানার শ্রমিকরা সেখানে জড়ো হতে থাকেন। এ সময় দায়িত্বরত পুলিশসহ যৌথবাহিনীর সদস্যরা শ্রমিকদের বুঝিয়ে শান্ত করার চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনী ও শ্রমিকরা মুখোমুখি অবস্থান নেয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা লাঠিচার্জ শুরু করেন। শ্রমিকরা র‌্যাব, পুলিশ ও সেনাবাহীনির বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। হামলায় শিল্প পুলিশের এসপি সারোয়ার আলম গুরুতর আহত হয়েছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বিক্ষুব্ধ শ্রমিকদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। পরে শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ বেশ কয়েক রাউন্ড টিয়ারশেল রাবার বুলেট নিক্ষেপ করে। এসময় উভয় পক্ষের মধ্যে ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে পুলিশসহ অন্তত ৩০ জন আহত হন। এছাড়া হামলা ও ভাঙচুরে ঘটনায় জড়িত সন্দেহে ঘটনাস্থল থেকে নারীসহ অন্তত ১৫ জনকে আটক করা হয়।
শ্রমিকরা জানান, গত ২৭ আগস্ট এক নোটিশের মাধ্যমে বার্ডস গ্রুপ লে-অফ ঘোষণা করে নোটিস দেয়। আমাদের আগস্ট মাসের বেতন সেপ্টেম্বরের ১০ তারিখ এবং ৩০ সেপ্টেম্বর সার্ভিস বেনিফিটসহ ক্ষতিপূরণ পরিশোধের দিন ধার্য করা হয়। চুক্তিমতো শ্রমিকদের বেতনের টাকা পরিশোধ করলেও ৩০ সেপ্টেম্বর সার্ভিস বেনিফিটসহ ক্ষতিপূরণের টাকা প্রদানের জন্য রোববার নতুন করে আরও তিন মাস সময় চেয়ে নোটিস দেয় প্রতিষ্ঠানটি। পরে নির্ধারিত সময়ে টাকা পরিশোধ না করায় শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে।
আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম জানান, সকাল থেকে কঠোর নিরাপত্তার মধ্যে তৈরি পোশাক শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজ করছে। দুপুরের দিকে মন্ডল নিটওয়্যার কারখানার শ্রমিকদের আলোচনা করার সময় পার্শ্ববর্তী ম্যাঙ্গো টেক্স ও ন্যাচারাল ডেনিম কারখানার শ্রমিকরা আমাদের উপর হামলা করে। তাদেরকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জসহ টিয়ারশেল নিক্ষেপ করা হয়।