ভারতকে চারশ’র আগে থামাতে চান হাসান, বাংলাদেশের বিপক্ষে শতকের পর যা বললেন অশ্বিন

0

স্পোর্টস ডেস্ক॥ চেন্নাই টেস্টে প্রথমদিনে শুরুতে ভারতকে চাপে ফেলেছিলেন হাসান মাহমুদ। ১৪৪ রানে ৬ উইকেট হারানোর পর রবীচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার অপ্রতিরোধ্য জুটিতে আর কোনও উইকেট না হারিয়ে ৩৩৯ রানে দিনশেষ করে ভারত। দিনের খেলা শেষ করে হাসান জানালেন, চারশ রানের আগে ভারতকে অলআউট করার লক্ষ্য তাদের।

প্রথম দিন শেষে গণমাধ্যমে হাসান বলেন, ‘আমার কাছে মনে হচ্ছে যে ৪০০’র আগে আউট করতে পারলে ভালো হবে। তবে এখন উইকেটে ব্যাটিং করা সহজ হয়ে গেছে। এটা ব্যাটিং ফ্রেন্ডলি। চেষ্টা করছি যেন চাপ সৃষ্টি করা যায়। কাল ইনশাআল্লাহ ওটাই করব।’

চার উইকেট নেওয়া হাসান বোলিং নিয়ে আক্ষেপ করলেন, ‘আমার কাছে মনে হয় বোলিংটা আরেকটু ইকনমিক্যাল হতে পারত। আরেকটু গোছানো বোলিং হতে পারত। চেষ্টা করছি যেন আরও ভালো জায়গায় বোলিং করে ব্যাটারদের চাপে রাখা যায়। এখন মোমেন্টামটা ওদের দিকে আছে। চেষ্টা করব যদি আগে আগে উইকেট নিতে পারি, তাহলে মোমেন্টাম আমাদের দিকে আসবে। ওদের চারশ’র আগে আউট করতে পারব।’

এদিকে, ঘরের মাঠে আরও একবার শতরান করলেন রবিচন্দ্রন অশ্বিন। এই শতরান ভারতকে ম্যাচে ফিরিয়ে আনল। সাধারণত অশ্বিনকে টেস্টে দ্রুত রান করতে দেখা যায় না। কিন্তু আজ অশ্বিন রান তুললেন টি-টোয়েন্টি স্টাইলে ৯১.০৭ স্ট্রাইক রেটে। দিনশেষে ১০ চার এবং দুটি ছক্কা মেরে ১১২ বলে ১০২ রান করে অপরাজিত অশ্বিন। তার সঙ্গী জাদেজা অপরাজিত আছেন ৮৬ রান নিয়ে। এতে দিনশেষে ৬ উইকেটে ভারতের সংগ্রহ বেড়ে হয়েছে ৩৩৯ রান।

এমন ইনিংস খেলার ফাঁস তিনি হাল। সম্প্রচার গ্রাকে অশ্বিন বলেন, ‘নিজের হোম উন্ডে খেলতে স্বাভাবিকই বিশেষ। এটি এমন একটি মাঠ যা আমি সম্পূর্ণভাবে ভালোবাসি। গতবার যখন আমি এখানে সেঞ্চুরি করে, তখন আপনি (গড়বি শাস্ত্রী) বলছিলেন। এটি বিশেষ অনুভূতি দেয়।

অশ্বিন আরও জানান, সম্প্রতি টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলার অভিজ্ঞতা তার ব্যাটিংয়ে অনেক সহায়তা করেছে। ‘আমি ব্যাটিং এবং শট খেলা নিয়ে বেশ কাজ করেছি। এমন পিচে ঋষভ পন্তের মতো আক্রমণাত্মক ব্যাটিং করাই ভালো। চেন্নাইয়ের পুরোনো দিনের পিচ, যেখানে বাউন্স ও ক্যারি রয়েছে। যেখানে প্রশস্ত বল পাওয়া যায়, সেখানে আক্রমণ করা যায়। আমি বাউন্স ও ক্যারি থাকা পিচে খেলতে ভালোবাসি এবং আজ আমি খুব উপভোগ করেছি’।

তিনি আরও উল্লেখ করেন, সতীর্থ রবীন্দ্র জাদেজার সহায়তার কারণে তার সেঞ্চুরি সহজ হয়েছে। জাদেজা সত্যিই অনেক সাহায্য করেছে। এমন এক সময় ছিল যখন আমি ঘেমে ক্লান্ত হয়ে যাচ্ছিলাম, কিন্তু জাদেজা আমাকে সেই সময়টি পার হতে সাহায্য করেছে। সে আমাদের সেরা ব্যাটারদের একজন। সে আমাকে বলেছিল, ‘দুই রানকে তিনে পরিণত করার দরকার নেই,’ যা আমার জন্য বেশ কাজে লেগেছে।’

তবে অশ্বিনের একটি কথায় ভয় পেতে পারেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। অশ্বিনের মনে হচ্ছে, আগামীকাল দিনের শুরুতেও পেসারদের সাহায্য করবে উইকেট। ম্যাচের শেষের দিকে অবশ্য স্পিনাররাই রাজত্ব করবে বলে মনে করেন ভারতের অফ স্পিন বোলিং অলরাউন্ডার। বাংলাদেশের ভয়টা এখানেই। শান্তদের ব্যাট করতে হবে চতুর্থ ইনিংসে।
অশ্বিন দিনের খেলা শেষে রবি শাস্ত্রীকে বলেছেন, ‘বেশি স্পিন করলে বাউন্সও হবে। স্পিনাররা শেষের দিকে সুবিধা পাবে। নতুন বলে আগামীকাল সকালেও (পেসাররা) সুবিধা পাবে। আমাদের আবার নতুন করে শুরু করতে হবে।’
আজ সেঞ্চুরি করে এক বিশেষ রেকর্ডও গড়ে ফেলেছেন অশ্বিন। তিনি এখন চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে একাধিক সেঞ্চুরি এবং পাঁচ উইকেট নেওয়া পাঁচজন খেলোয়াড়ের একজন।