নড়াইলের নতুন পুলিশ সুপার কাজী এহসানুল কবীর

0

নড়াইল সংবাদদাতা॥ নড়াইলের পুলিশ সুপার হিসেবে কাজী এহসানুল কবীর যোগদান করেছেন। সোমবার তিনি নড়াইলে যোগদান করেন। এ সময় জেলায় কর্মরত পুলিশ কর্মকর্তারা নবাগত পুলিশ সুপারকে স্বাগত জানান।
পুলিশ সুপার কাজী এহসানুল কবীর পাবনা জেলার সদর উপজেলার রাধানগর গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তিনি ২৭ তম বিসিএস পুলিশ ক্যাডারে উত্তীর্ণ হয়ে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি চাকরি জীবনে সহকারী পুলিশ সুপার হিসেবে পুলিশ হেডকোয়াার্টার্স, ঢাকা, ময়মনসিংহ সদর, ময়মনসিংহ জেলা ও ৬ এপিবিএন, বরিশালে সফলভাবে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ প্রকৗশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে নগর ও অঞ্চল পরিকল্পনা বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।