যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২জন নিহত

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও ৬জন আহত হয়েছেন। শুক্রবার সকালে যশোর-মনিরাপুর সড়কের কুয়াদা বাজার ও শহরের চাঁচড়া চেকপোস্ট মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতারা হলেন, যশোর সদর উপজেলার সুতিঘাটা কামালপুর গ্রামের মৃত মোহাম্মাদ আলীর ছেলে হোসেন আলী (৫৫) ও সদর উপজেলার ভাতুরিয়া গ্রামের মৃত লতিব গাজীর ছেলে মাছ চাষি হজরত আলী গাজী (৬৫)।
চাঁচড়া চেকপোস্ট সংলগ্ন স-মিলের সামনের দুর্ঘটনায় আহতরা হলেন, শহরতলী তরফ নোয়াপাড়া এলাকার মৃত কুবাদ আলী বিশ্বাসের ছেলে ও ইজিবাইকচালক সামাদ বিশ্বাস (৩৫)। সদর উপজেলার ম-লগাতী গ্রামের মোকছেদুর রহমানের ছেলে মোস্তাফিজুর রহমান(৩১) ও তার ছোট ভাই মুশফিকুর রহমান মুহি(২৪)। এছাড়া আরও তিনজনকে আদ্-দ্বীন জেনারেল হসপিটালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, শহরের দড়াটনা থেকে একটি ইজিবাইকে ৬ জন যাত্রী পুলেরহাট বাজারে যাচ্ছিলেন। যশোর-বেনাপোল সড়কের চাঁচড়া চেকপোস্ট সংলগ্ন স-মিলের সামনে পৌঁছালে সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৬৬৬৬) ইজিবাইকে ধাক্কা দেয়। ইজিবাইকটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় ইজিবাইক উল্টে গিয়ে ঘটনাস্থলে যাত্রী হজরত আলী নিহত হন । আহতদের উদ্ধার করে স্থানীয় লোকজন হাসপাতালে ভর্তি করেন। জরুরি বিভাগের ডা. একে এম সুজায়েত হোসেন জানিয়েছেন, আহত তিনজনের শারীরিক অবস্থা খারাপ থাকায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে।
মৃত হোসেন আলীর ছেলে হাবিবুর রহমান জানিয়েছেন, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে কুয়াদা বাজার থেকে তার পিতা বাড়িতে ফিরছিলেন। এ সময় একটি প্রাইভেট কার তাকে ধাক্কা দেয়। তিনি রাস্তার উপরে পড়ে গিয়ে মাথায় আঘাত পান। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেন। এ সময় কর্তব্যরত ডা. একে এম সুজায়েত হোসেন তাকে মৃত ঘোষণা করেন।