পাইকগাছায় ‘অপকর্মের হোতা’ নির্মলের শাস্তি দাবিতে সমাবেশ

0

 

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ পাইকগাছায় নির্মল সরকার নামে এক ব্যক্তিকে বহু অপকর্মের হোতা আখ্যায়িত করে শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলার গদাইপুর ইউনিয়ন পরিষদের মিলনায়তনে ইউপি সদস্য,ঋষি সম্প্রদায়সহ এলাকাবাসী এ প্রতিবাদ সভা করেন।
সভায় বক্তারা বলেন, গোপালপুর গ্রামের রঞ্জন সরকারের ছেলে নির্মল সরকার একজন চিহ্নিত সন্ত্রাসী, প্রতারক, চাঁদাবাজ ও নারী পাচাকারী দলের সদস্য। তার বিরুদ্ধে প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ ও থানায় মামলা রয়েছে। ইউপি সদস্য নাজমা আক্তারের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন প্যানেল চেয়ারম্যান শেখ খোরশেদুজ্জামান, ইউপি সদস্য মীর আনোয়ার এলাহী, শাহানারা খাতুন,শহিদুল ইসলাম, নাজমা আক্তার, নির্মল ঋষি, হাফিজুর রহমান, লুৎফর রহমান ও আব্দুর রহিম।