বাঘারপাড়া চৌরাস্তা বাজার কমিটির সভাপতি মশিউল ও সম্পাদক সেলিম

0

বাঘারপাড়া (যশোর) সংবাদদাতা ॥ বাঘারপাড়া উপজেলার চৌরাস্তা বাজার কমিটির নির্বাচনে মশিউল আজম সভাপতি ও সেলিম রেজা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে তারেক ও কোষাধ্যক্ষ পদে আহাদ আলী জয়ী হয়েছেন। শনিবার উপজেলা সদরের চৌরাস্তার যাত্রী ছাউনিতে দ্বি-বার্ষিক এ বাজার কমিটির নির্বাচনে অনুষ্ঠিত হয়। বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে এ ভোট গ্রহণ।
প্রধান নির্বাচনী সমন্বয়কারী আলমগীর হোসেন জানান, মোট চার পদের জন্য ১০জন ব্যবসায়ী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে সভাপতি পদে বিজয়ী হয়েছেন মশিউল আজম। তিনি ছাতা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ১৮০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুর রাজ্জাক বল প্রতীকে ভোট পেয়েছেন ১০৪ ভোট। এছাড়া এ পদে রেজওয়ান হোসেন দেওয়াল ঘড়ি প্রতীকে ৫২ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে সেলিম রেজা সাইকেল প্রতীক নিয়ে ২৬৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী দাউদ হোসেন মাইক প্রতীকে ৭১ ভোট পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে তারেক হোসেন টিউবওয়েল প্রতীকে ২০৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। এ পদে সৌখিন হোসেন তালা প্রতীকে ৯৬ ও আব্দুল গফ্ফার মাছ প্রতীকে ৩৭ ভোট পেয়েছেন। বাজার কমিটির কোষাধ্যক্ষ পদে আহাদ আলী মোরগ প্রতীকে ২০১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। একমাত্র প্রতিযোগী জাকির হোসেন চশমা প্রতীকে ১৩৭ ভোট পেয়েছেন। এ সমন্বকারী আরও জানান, চৌরাস্তা বাজারের মোট ভোটার ছিলেন ৩৫৮ জন। এরমধ্যে ৩৪২ জন ব্যবসায়ী তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। বাতিল হয়েছে ৪টি ভোট।