ইন্টার্ন চিকিৎসক আঁখির আত্মহত্যা সামেকে ক্লাস ও পরীক্ষা বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত

0

সাতক্ষীরা সংবাদদাতা ॥ ইন্টার্ন চিকিৎসক অপরাজিতা রায় আঁখির আত্মহত্যায় প্ররোচিত করার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো ক্লাস ও পরীক্ষা বর্জন করে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছে সাতক্ষীরা মেডিকেল কলেজের (সামেক) শিক্ষার্থীরা। সোমবার সকাল থেকে মেডিকেল কলেজের একাডেমিক ভবনের নিচতলায় তারা এ কর্মসূচি পালন করেন। আন্দোলনরত শিক্ষার্থীরা এ সময় অপরাজিতা রায় আঁখির শ্বশুর সাতক্ষীরা মেডিকেল কলেজের গাইনি বিভাগের অধ্যাপক ডা. শংকর প্রসাদ বিশ্বাসকে আগামী তিনদিনের মধ্যে বদলির জোর দাবি জানান।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, সাতক্ষীরা মেডিকেল কলেজের ৫ম বর্ষের শিক্ষার্থী রায়হান কবির, আলিফুল ইসলাম দ্বীপ, সামিয়ান বিন ইমু, প্রিন্স সাহা প্রমুখ। আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন শিক্ষার্থী অপরাজিতা রায় আঁখি গত কয়েক মাস আগে ডা. শংকর প্রসাদ বিশ্বাসের ছেলে ডা. রাহুল দেব বিশ্বাসের সাথে পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কিন্তু বিয়ের পর থেকে আঁখির স্বামীর সংসারে মানসিক নির্যাতনের কারণে তাদের দাম্পত্য জীবন দুর্বিষহ হয়ে ওঠে। যার কারণে তিনি গত কয়েকদিন দিন তার বাবার বাড়ি যশোর জেলার অভয়নগরে চলে যান। একপর্যায়ে গত ১৩ জুলাই বাবার বাড়িতে আত্মহত্যা করেন তিনি।
এ খবর ছড়িয়ে পড়লে বিক্ষিপ্ত মেডিকেল শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধসহ নানা কর্মসূচি গত রোববার থেকে পালন করে আসছেন। এ সময় তারা অভিযোগ করে বলেন, আঁিখর স্বামী রাহুল দেবসহ তার পরিবারের লোকজন তাকে কৌশলে আত্মহত্যায় প্ররোচনা করে এটিকে ভিন্নখাতে প্রচারের চেষ্টা করছেন। তারা আরও বলেন, আখিঁ মৃত্যুর আগে তার নোট থেকে জানা গেছে, তাকে তার শ^শুর বাড়ির লোকজন মানসিকভাবে টর্চারসহ আত্মহত্যায় প্ররোচনা করেছেন। এ সময় শিক্ষার্থীরা আত্মহত্যায় প্ররোচনাকারীদের শাস্তিসহ সাতক্ষীরা মেডিকেল কলেজের গাইনি বিভাগের প্রধান অধ্যাপক ডা. শঙ্কর প্রসাদের এখান থেকে বদলির জোর দাবি জানান।