চৌগাছায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল ফাইনালে ধুলিয়ানি ও চৌগাছা পৌরসভা

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ চৌগাছায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেল ৩টায় সরকারি শাহাদৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে সেমিফাইনালে চারটি দল অংশগ্রহণ করে। দলগুলো হচ্ছে ধুলিয়ানী ইউনিয়ন ফুটবল একাদশ, নারায়ণপুর ইউনয়ন ফুটবল একাদশ, হাকিমপুর ইউনিয়ন ফুটবল একাদশ ও চৌগাছা পৌরসভা ফুটবল একাদশ।
বিকেল ৩টায় দিনের প্রথম খেলায় অংশ নেয় ধুলিয়ানী ও নারায়ণপুর ফুটবল একাদশ। এ খেলায় ধুলিয়ানী ফুটবল একাদশ ২-০ গোলের ব্যবধানে নারায়ণপুর ফুটবল দলকে হারিয়ে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেন। খেলার প্রথমার্ধের ২০ ও ২৭ মিনিটে গোল দুটি করেন বিজয়ীদলের খেলোয়াড় হাসান আলী।
অপর খেলায় অংশ নেয় চৌগাছা পৌরসভা ও হাকিমপুর ইউনিয়ন ফুটবল একাদশ। খেলার শুরুতে গোল পেতে মরিয়া হয়ে ওঠে পৌরসভা ফুটবল একাদশ। অবশ্য গোলের জন্য তাদের বেশি দেরি করতে হয়নি। খেলার ২ মিনিটে পৌরসভা ফুটবল একাদশের দিগন্ত কুমার দুর্দান্ত এক গোল করে ১-০ লিড নেয়। এরপর ১৭ মিনিটে সুব্রত কুমার সরদার আরও একটি গোল করে দলকে ২-০ তে এগিয়ে নেয়। বিরতির আগে আরও তিনটি গোল হয় কিন্তু অফসাইড হওয়ায় রেফারি ওই তিনটি গোল বাতিল করেন। বিরতির পর উভয় দল গোল পেতে যেন মরিয়া কিন্তু কোনো দল আর গোলের দেখা না পাওয়ায় ২-০ জয় নিয়ে মাঠ ছাড়ে চৌগাছা পৌরসভা ফুটবল একাদশ। এর সাথে সাথে তারা ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেন। আগামী ৯ জুলাই মঙ্গলবার একই মাঠে বিকেল তিনটায় অনুষ্ঠিত হবে ফাইনাল খেলা। যেখানে অংশ নিবে চৌগাছা পৌরসভা ও ধুলিয়ানী ইউনিয়ন ফুটবল একাদশ।