ঝিকরগাছায় বাবা ও মেয়ের বিরুদ্ধে গ্রামবাসীর গণস্বাক্ষর

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ ঝিকরগাছা উপজেলার রাজারডুমুরিয়া গ্রামের মামলাবাজ আখ্যায়িত করে বাবা ও মেয়ের ‘অত্যাচার, নির্যাতন থেকে রেহাই পেতে’ সাবেক ও বর্তমান তিন ইউপি সদস্যসহ দেড় শতাধিক মানুষ গণস্বাক্ষর করে একটি লিখিত অভিযোগ থানায় জমা দিয়েছেন।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, উপজেলার নির্বাসখোলা ইউনিয়নের রাজারডুমুরিয়া গ্রামের মৃত-মকছেদ আলীর ছেলে এনায়েত আলী একজন মিথ্যা মামলাবাজ, তিনি দীর্ঘদিন ধরে কোনো ঘটনা ছাড়াই গ্রামের সাধারণ মানুষের বিরুদ্ধে মামলা করে হয়রানি করে আসছেন। তারই ধারাবাহিকতায় সম্প্রতি এনায়েত আলীর মেয়ে তানিয়া খাতুন বাদী হয়ে নির্বাসখোলা ইউপি চেয়ারম্যান খাইরুজ্জামানসহ ৯জনকে আসামি করে মামলা করেছেন। তিনি যশোরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ঝিকরগাছা আদালতে ১০ লাখ টাকা চাঁদা দাবিসহ জোর করে গোয়ালঘর থেকে ৬লাখ টাকা মূল্যের ৪টি গরু নিয়ে যাওয়ার অভিযোগে মামলা দায়ের করেছেন। বর্তমানে মামলা দুটি যশোরের ডিবি পুলিশের তদন্তাধীন রয়েছে বলে জানা গেছে।
এছাড়া ঝিকরগাছা থানায়ও মামলা দায়ের করেন। পৃথক এসব মামলায় আসামি করা হয়েছে শার্শা উপজেলার কারশিকরা গ্রামের মৃত- ফকির মোড়লের ছেলে আব্দার হোসেন, আফজাল হোসেনের স্ত্রী লতা সালমা, যশোর কোতয়ালি থানাধীন সিরাজুল ইসলামের ছেলে হুসাইন, ঝিকরগাছা উপজেলাধীন নাভারণ গোডাউন এলাকার মৃত-নুরু চানের ছেলে মুক্তার হোসেন, রাজারডুমুরিয়া গ্রামের মৃত-তক্কেল সরদারের ছেলে সাবেক ইউপি সদস্য রিয়াজ সরদার ও ইফাজ সরদার, রিয়াজ সরদারের মেয়ে সুমি খাতুন ও কোতয়ালি থানাধীন হালসা গ্রামের হুসাইনের স্ত্রী জোৎ¯œা বেগম।
এ ব্যাপারে ইউপি সদস্য আবু তাহের বলেন, এনায়েত আলী ও তার মেয়ে তানিয়া মামলাবাজ লোক। চেয়ারম্যান একজন হাজি মানুষ তার বিরুদ্ধেও এই মামলাবাজ প্রতারক চক্র চাঁদাবাজি মামলা দিয়েছে। যা মিথ্যা ও বানোয়াট। তবে শরিকানা জমি সংক্রান্ত একটি বিষয় আছে বলেও তিনি জানান। সাবেক ইউপি সদস্য আলমগীর হোসেন বলেন, এনায়েত ও তার মেয়ে তানিয়া মিলে গ্রামের সাধারণ মানুষের নামে থানা ও কোর্ট মিলে দেড় শতাধিক মামলা করেছে। এছাড়া কয়েকমাস আগে বাদী তানিয়া লতা সালমার ছেলের বিরুদ্ধে মিথ্যা ধর্ষণের মামলাও করেন। ফলে ওই পরিবারের বিরুদ্ধে গ্রামবাসী গণস্বাক্ষর করে থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর লিখিত আবেদন দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
জানতে চাইলে চেয়ারম্যান খাইরুজ্জামানসহ ৯জনের নামে করা মামলার বাদী তানিয়া খাতুন মামলাটি চলমান রয়েছে বলেই ফোন কেটে দেন। এদিকে এসব মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন মামলায় জর্জরিত গ্রামবাসী পরিত্রাণ পেতে শুক্রবার সন্ধ্যায় ঝিকরগাছা প্রেস ক্লাবে এসে স্থানীয় সংবাদকর্মীদের লেখনীর মাধ্যমে জনপ্রতিনিধি ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।