শহীদ জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে চৌগাছা বিএনপির প্রস্তুতিমূলক সভা

0

স্টাফ রিপোর্টার,চৌগাছা (যশোর) ॥ মহান স্বাধীনতার ঘোষক,  বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদৎবার্ষিকী পালন উপলক্ষ্যে চৌগাছা উপজেলা ও পৌর বিএনপির যৌথ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ারের সভাপতিত্বে প্রস্তুতি সভায় আলোচনা করেন উপজেলা বিএনপির আহ্বায়ক জহুরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ইউনুচ আলী দফাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী আব্দুল হালিম চঞ্চল, সাংগঠনিক সম্পাদক সাহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক আনিছুর রহমান, বিএনপি নেতা জহুরুল ইসলাম বাবু, মাস্টার শহিদুল ইসলাম, মুসা খাঁ, আলী আকবর, কবির হোসেন বাবলু, মাস্টার মহিদুল ইসলাম, আব্দুর রহিম, আব্দুল মান্নান, সাহেব আলী, শামছুল ইসলাম, আইনাল বিশ্বাস, রবিউল ইসলাম প্রমুখ।
এ সময় উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ডের বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। সভায় প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদৎবার্ষিকী পৌরসভা ও উপজেলাতে যথাযোগ্য মর্যাদায় পালনের সিদ্ধান্ত হয়।
এদিকে শনিবার সকালে বাজারের ধনী প্লাজায় অনুরুপ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এমএ সালামের সভাপতিত্ব ও বিএনপি নেতা তরিকুল ইসলাম ডবলুর সঞ্চালনায় সভায় আলোচনা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদুল হাসান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াহেদ, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, বিএনপি নেতা অ্যাড. আলীবুদ্দিন খান, দেলোয়ার হোসেন, শফিউদ্দিন, আব্দুল হাই, যুবদল নেতা আব্দুল মান্নান, মঈনউদ্দিন, ফারুক আহমেদ, হৃদয় হোসেন, স্বেচ্ছাসেবকদল নেতা মিলন বিশ্বাস, ছাত্রদল নেতা ইমন হোসেন রকি, হাকিম রেজা প্রমুখ।
এ সময় বিএনপি নেতো ওহিদুল ইসলাম ভোদড়, শরিফুল ইসলাম, আব্দুর রহিম, শুকুর আলী, আব্দুল খালেক, যুবদল নেতো মিজানুর রহমান, সাইফুল ইসলাম, মো. তুহিন, নুরুল ইসলাম, ছাত্রদল নেতা বিএম রিফাত, রিওয়ন আহমে, রাকিব হোসেন, মামুন রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।