কেশবপুরের বিএনপির প্রস্তুতিসভা অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর)॥ আগামী ৩০ মে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে কেশবপুর উপজেলা ও পৌর বিএনপির প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার এ সভা হয়।
পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আবুল হোসেন আজাদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মশিয়ার রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক মাসুদুজ্জামান মাসুদ, হুমায়ূন কবীর সুমন, পৌর বিএনপির সহসভাপতি কুতুবউদ্দিন বিশ্বাস, যুগ্ম সম্পাদক আব্দুল হালিম অটল,জাকির হোসেন প্রমুখ।