চুয়াডাঙ্গায় বাল্যবিয়ে: পাত্র ও কনের পিতাকে জরিমানা

0

চুয়াডাঙ্গা সংবাদদাতা॥ চুয়াডাঙ্গা শহরের ইসলামপাড়ায় বাল্যবিয়ে প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালতে ছেলে-মেয়ের পিতাকে জরিমানা করা হয়েছে। নেয়া হয়েছে মুচলেকা। রোববার রাত ১১টার পর এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক সাজ্জাদ হোসেন জানান, ঘটনার দিন রাতে জানতে পারি চুয়াডাঙ্গা রাহেলা খাতুন গার্লস একাডেমী থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয়া এক শিক্ষার্থীর বাল্যবিয়ে হবে। যার বয়স ১৮ বছর হয়নি। আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টির সত্যতা পাই। এরপর ভ্রাম্যমাণ আদালতে মেয়ের বয়স ১৮ বছর না হওয়ায় তার পিতা আজিম উদ্দিনকে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারা অনুযায়ী ২ হাজার টাকা ও ছেলের বয়স ২১ বছর না হওয়ায় একই ধারায় তার পিতা সাহাবুল ইসলামকে ৫ হাজার টাকা টাকা জরিমানা করা হয়। উভয় পরিবারের কাছ থেকে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ সম্পর্কে অবগত করে মুচলেকা নেয়া হয়।