ঝিকরগাছায় প্রাণিসম্পদ প্রদর্শনী

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ ঝিকরগাছায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ শুরু হয়েছে। বৃহস্পতিবার ঝিকরগাছা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে অনুষ্ঠিত সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করেন যশোর-২ আসনের সংসদ সদস্য ডাক্তার মো. তৌহিদুজ্জামান তুহিন। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাক্তার মো. আব্দুর রহমান।
উপজেলা নির্বাহী অফিসার নারায়ণ চন্দ্র পালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যশোর জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক প্রভাষ চন্দ্র গোস্বামী, ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ অফিসার ডাক্তার মাসুমা আক্তার, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাক্তার মো. ফারুক হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এসএম শাহজাহান সিরাজ, ঝিকরগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ ইমরান রশিদ, জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের স্টোর কিপার পীযূষ কুমার চক্রবর্তী, গদখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রিন্স আহমেদ প্রমুখ।