আদালতের স্থগিতাদেশ পাশ কাটিয়ে জিপির অনুমতি নিয়ে প্রশাসনের পুড়োপাড়ার পশু হাটের আদায় শুরু

0

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ পহেলা বৈশাখের দিনই আদালতের স্থগিত আদেশ অমান্য করে মহেশপুর উপজেলার আলোচিত পুড়োপাড়ার পশু হাটের দখল নিলো উপজেলা প্রশাসন। জিপির আদেশের দোহাই দিয়ে পশু হাটটি দখলে নেয় উপজেলা প্রশাসন। পশুহাটটি দখলে নিয়ে উপজেলা প্রশাসন ইউনিয়ন ভূমি কর্মকর্তাদের দিয়ে খাস আদায় শুরু করার কথা থাকলেও মূলত পশুহাটের টোল ঘরে (খাজনা আদায়ের ঘর) গিয়ে দেখা যায় মান্দাবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমানের লোকজন পশু হাটের ক্রেতা-বিক্রেতাদের কাছ থেকে টাকা নিয়ে পশু হাটের রশিদ হাতে ধরিয়ে দিচ্ছেন।
মান্দাবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান জানান, র্দীঘদিন আদালতের মামলার দোহাই দিয়ে একজন পশু হাটটি আদায় করে আসছিলো। এখন উপজেলা প্রশাসন খাস আদায় করছে, এর সাথে এলাকার কয়েকজন রয়েছে।
পুড়োপাড়ার পশু হাটের দখলকারী ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল কাদের জানান, পশুহাটের ওপর আদালতের স্থগিত আদেশ রয়েছে। তার পরও উপজেলা প্রশাসন জিপির আদেশের দোহাউ দিয়ে পশু হাটটি দখলে নিয়েছে। তবে আমাকে এখনও পর্যন্ত জিপির দেওয়া আদেশের কপি দেওয়া হয়নি।
তিনি আরও জানান, উপজেলা প্রশাসন ইউনিয়ন ভূমি কর্মকর্তাদের দিয়ে খাস আদায় শুরু করার কথা থাকলেও মূলত পশুহাটের টোল (খাজনা) আদায় করছে কারা?
উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ কুমার দাস জানান, ‘আদালতের একটি আদেশ আছে কথাটি ঠিক। তবে জিপির অনুমতি নিয়েই আমি ইউনিয়ন ভূমি কর্মকর্তাদের দিয়ে খাস আদায় শুরু করেছি।’