শোক ও গৌরবের ভাষার মাস

0

 

মাসুদ রানা বাবু ॥ ১৩ ফেব্রুয়ারি ১৯৫২। সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের কর্মসূচিতে বায়ান্নোর এই দিনে প্রদেশব্যাপী কালো পতাকা দিবস পালিত হয়। পূর্ব বাংলার ছাত্র-শিক্ষক-জনতা সভা ও সমাবেশের মাধ্যমে পাকিস্তান প্রশাসকদের স্বৈরাচারী আচরণের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকদের বিশাল প্রতিবাদ মিছিলের মধ্য দিয়ে ঢাকা ও নারায়ণগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও হরতাল পালন করা হয়। পাশাপাশি ভাষা আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য অর্থ সংগ্রহ চলে। আর জনসাধারণের কাছ থেকে অর্থ সংগ্রহের মাধ্যমে ভাষা আন্দোলনের কর্মসূচি ছড়িয়ে পড়ে পূর্ব বাংলার ঘরে ঘরে। এ কর্মসূচির মধ্য দিয়ে সকল বয়সের মানুষ জড়িত হন বাংলাকে রাষ্ট্রভাষা করার আন্দোলনে। লাখো মানুষের স্লোগানে আন্দোলন রূপান্তরিত হয় বিশাল সংগ্রাম।