ভাষার মাসের সম্মানে হাইকোর্টে বাংলায় রায় ও আদেশ

0

লোকসমাজ ডেস্ক॥ ভাষার মাসের প্রথম দিনে ভাষাশহীদদের প্রতি সম্মান জানিয়ে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চ বাংলায় রায় ও আদেশ দিয়েছেন।
বৃহস্পতিবার শুনানির শুরুতেই বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ আইনজীবীদের উদ্দেশে বলেন, ‘আজ ফেব্রুয়ারি মাসের প্রথম দিন। এ মাসকে সম্মান জানিয়ে আমরা সব আদেশ ও রায় বংলায় দেব।’
এর ধারাবাহিকতায় গতকাল ওই আদালতে দুটি রায় ও বেশ কিছু আদেশ দেওয়া হয়।
এ বিষয়ে সংশ্লিষ্ট আদালতের ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায় গণমাধ্যমে বলেন, আজ ভাষার মাসের প্রথম দিন আদালত বিচারিক কার্যক্রমের শুরুতেই এক ঘোষণায় বলেছিলেন- তারা ভাষার মাসকে সম্মান জানিয়ে সকল রায় ও আদেশ বাংলায় দেবেন। এর প্রেক্ষিতে এই আদালতে আজ দুটি রায় ও বেশকিছু আদেশ বাংলায় দেওয়া হয়।