চৌগাছায় এতিম আব্দুলকে চিকিৎসার্থে অর্থ প্রদান

0

চৌগাছা (যশোর) সংবাদদাতা ॥ চৌগাছায় দুর্ঘটনায় আহত অসহায় এতিম আব্দুলকে (২০) চিকিৎসার জন্য অর্থ দিলো স্বেচ্ছাসেবী সংগঠন ‘চৌগাছা পরিবার’। রোববার এ সংগঠনের সদস্যরা তার বাড়িতে গিয়ে অর্থ প্রদান করেন। আব্দুল উপজেলার চৌগাছা সদর ইউনিয়নের দীঘলসিংহা গ্রামের সুলতান মিয়ার নাতি ছেলে। দুর্ঘটনায় আব্দুলের একটি পা ভেঙে যায়।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সিঙ্গাপুর প্রবাসী বখতিয়ার হোসেনে বলেন, আব্দুলের পিতামাতা নেই। নানাবাড়িতে থাকে। নানার অভাবের সংসারে তাই বেশি লেখাপড়া করতে পারেনি। অল্প বয়সেই তাকে জীবিকানির্বাহের জন্য স্যালোমেশিনচালিত ট্রলিতে কাজ করতে হয়। সম্প্রতি সেই টলি দুর্ঘটনায় একটি পা ভেঙে যায়। অর্থের অভাবে তাকে চিকিৎসা করাতে পারছেন না তার পরিবার। এমন খবর পেয়ে চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবীসংগঠনকে সদস্যরা তার চিকিৎসার জন্য ১০ হাজার টাকা প্রদান করেন।
অর্থ প্রদানের সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ স¤পাদক ফয়সাল আহম্মেদ,সহ-সভাপতি শাহিন কবির,জগদীশপুর ইউনিয়ন শাখার সভাপতি কামরুল হাসান, আছির উদ্দিন,ফারুক হোসেনদীপ্ত বিশ্বাস,অমিত হাসান রাব্বী,রাকিবুল ইসলাম রনি প্রমুখ।