নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মনিরামপুরে জাপার প্রার্থী এম এ হালিম

0

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর)॥ দ্বাদশ সংসদ নির্বাচনে যশোর-৫ মনিরামপুরে জাতীয় পার্টির(জাপা) প্রার্থী এমএ হালিম নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষনা দিয়েছেন। বৃহস্পতিবার রাত আটটার দিকে উপজেলার গোপালপুর এলাকার নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে এম এ হালিম বলেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দের রহস্যজনক ভূমিকা এবং অধিকাংশ ভোটরদের আগ্রহ না থাকায় আমি নির্বাচন থেকে সরে দাঁড়ালাম।
তিনি আরও বলেন, নিজ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের রহস্যজনক ভূমিকা, পোষ্টার বিতর্ক, তৃনমূলের নেতাকর্মীদের কোন খোঁজখবর না নেওয়া সহ বিভিন্ন কারনে স্থানীয় কর্মী-সমর্থকদের মধ্যে হাতাশা বেড়ে গেছে। এ ছাড়া দেশের বৃহৎ দুইটি রাজনৈতিক দলসহ অধিকাংশ ভোটাররা এ নির্বাচনে অংশগ্রহন করবে না। যে কারনে সুষ্ঠ নির্বাচন সম্পন্ন হওয়া নিয়ে ভোটারদের মধ্যে যথেষ্ট শঙ্কার সৃষ্টি হয়েছে। ফলে স্থানীয় জাপার নেতাকর্মী ও জনসাধারনের মতামতের ভিত্তিতে এ নির্বাচন থেকে আমি সরে দাড়ালাম। তবে অন্য কোন প্রার্থীর পক্ষে জাপার এ প্রার্থী সমর্থন না দেওয়ারও ঘোষনা দেন। সংবাদ সম্মেলনে উপজেলা জাতীয় পার্টির বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।