কেশবপুরে নৌকার প্রতিপক্ষ কাঁচি

0

জয়দেব চক্রবত্তী, কেশবপুর (যশোর) ॥ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ কেশবপুর আসনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ৪ জন। প্রার্থীরা হলেন, আওয়ামী লীগ মনোনীত যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এমপি (নৌকা), স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন (কাঁচি),সাবেক ছাত্র লীগের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলাম (ঈগল) ও জাতীয় পার্টি (এরশাদ) জি এম হাসান (লাঙ্গল) প্রতীক নিয়ে ভোট যুদ্ধে মাঠে আছেন।
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, সহসভাপতি শাহাদাত হোসেন, যুবলীগের আহ্বায়ক বিশ্বাস শহীদুজ্জামান শহীদসহ যুবলীগ ও ছাত্রলীগের একটি অংশ স্বতন্ত্র প্রার্থী এইচ এম আমির হোসেনের পক্ষে অবস্থান নিয়ে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এ ছাড়া আওয়ামী লীগের অন্যান্য সেক্টর রয়েছে নৌকা প্রতীকের পক্ষে। অপরদিকে সাবেক ছাত্রলীগ নেতা ঈগল প্রতীকে একঝাঁক তারুণ্য রয়েছে। দিন যতো এগিয়ে আসছে ততোই নৌকার সাথে একই ঘরানার প্রতিদ্বন্দ্বিতা জোরালো হচ্ছে। কাকডাকা ভোর থেকে প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন।