যশোরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় ৩ দিনে পৌনে ১ লাখ টাকা অর্থদণ্ড

0

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে যশোরে আচারণবিধি লঙ্ঘন করায় গত ৩ দিনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে পৌনে ১ লাখ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আচারণবিধি ভঙ্গের অপরাধে গত ১৯ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত ৬টি সংসদীয় আসনে ২২টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত অভিযুক্তদেরকে ৮৩ হাজার ৫শ টাকা অর্থদণ্ড প্রদান করেন। এর মধ্যে যশোর-১ আসনে ৩টি ভ্রাম্যমাণ আদালতে ১৫ হাজার টাকা, যশোর-২ আসনে ৩টি ভ্রাম্যমাণ আদালতে ৮ হাজার টাকা, যশোর-৩ আসনে ১টি ভ্রাম্যমাণ আদালতে ২ হাজার টাকা, যশোর-৪ আসনে ৯টি ভ্রাম্যমাণ আদালতে ২৪ হাজার ৫শ’ টাকা, যশোর-৫ আসনে ৫টি ভ্রাম্যমাণ আদালতে ২৯ হাজার টাকা ও যশোর-৬ আসনে ১টি ভ্রাম্যামাণ আদালত পরিচালনার মাধ্যমে ৫ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।