আমিন আমিন ধ্বনিতে শেষ যশোরে আঞ্চলিক ইজতিমা

0

স্টাফ রিপোর্টার॥ হাজারো ধর্মপ্রাণ মুসল্লির কণ্ঠের আল্লাহু আকবর,আল্লাহু আকবর ধ্বনির মধ্যে দিয়ে শেষ হলো যশোরে তিন দিনের আঞ্চলিক জেলা ইজতিমা।  রোববার বেলা ১১ টার দিকে আখেরি মুনাজাত অনুষ্ঠিত হয়। মুনাজাতে বাংলাদেশসহ বিশ্ব মুসলিম উম্মাহ’র শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। এ সময় আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা ইজতিমা ময়দান। তাবলীগ জামায়াতের দিল্লি নিজাম উদ্দীন মার্কাজ মসজিদের আমির হযরত মাওলানা সাদের অনুসারীদের আয়োজনে বৃহস্পতিবার থেকে যশোর উপশহর মারকাজ মসজিদ প্রাঙ্গণে এ ইজতিমা শুরু হয়। যশোরের ৮ উপজেলা ছাড়াও আশপাশের বিভিন্ন জেলা থেকে ধমপ্রাণ মুসল্লিরা এতে অংশ নেন। এছাড়া মরক্কো ও ইন্দোনেশিয়ার দুটি জামাত অংশ নেয়। রোববার আখেরি মুনাজাতে অংশ নিতে আগের দিন রাত থেকেই যশোরসহ আশপাশের জেলার মুসল্লিরা ইজতিমাস্থলে পৌঁছান। বেলা ১১টার আগেই ইজতিমা মাঠের মূল মঞ্চ থেকে আশপাশের গোটা এলাকা ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। এছাড়া বাসাবাড়ি থেকে মহিলা এবং শিশুরাও মুনজাতে অংশ নেন। কাকরাইল মসজিদের মুরব্বী মাওলানা মোশারফ হোসেন মুনাজাত পরিচালনা করেন।
আয়োজক এস এম ইয়ামিনুর রহমান জানান, আঞ্চলিক তাবলীগ জামাতের প্রথমদিন শুক্রবার এখানে সর্ববৃহৎ জমায়েত হয়। শুক্রবার ফজরের নামাজের পর কাকরাইলের তাবলীগের শীর্ষ মুরব্বী আম বয়ানের মধ্যে দিয়ে আঞ্চলিক জামায়াতের উদ্বোধন করেন। জুমার নামাজ শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। ইজতিমায় ৩০ থেকে ৪০ হাজারের মতো মুসল্লির আগমন ঘটে। তিন দিনের এই ইজতিমায় জেলা পুলিশ প্রশাসন ছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও স্বেচ্ছাসেবকরা সার্বিক দায়িত্ব পালন করেন।