বাগেরহাটে বিএনএম প্রার্থী হওয়ায় কৃষকলীগ নেতাকে স্থায়ী বহিষ্কার

0

বাগেরহাট সংবাদদাতা ॥ বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) প্রার্থী হওয়ায় কৃষকলীগের বাগেরহাট জেলা শাখার সহ-সভাপতি রেজাউল ইসলাম রাজুকে সংগঠন থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।
শনিবার সকালে বাগেরহাট জেলা কৃষকলীগের সভাপতি শেখ আবুল হাসেম শিপন ও সাধারণ সম্পাদক মনি মল্লিক স্বাক্ষরিত চিঠিতে বহিষ্কারের তথ্য জানানো হয়। বাগেরহাট জেলা কৃষকলীগের সভাপতি শেখ আবুল হাসেম শিপন বলেন, দলীয় শৃঙ্খলার পরিপন্থি কার্যক্রমের কারণে সর্বসম্মতিক্রমে রেজাউল ইসলাম রাজুকে সংগঠন থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। বিষয়টি কেন্দ্রীয় কমিটিকেও জানানো হয়েছে। সদ্য নিবন্ধন পাওয়া রাজনৈতিক দল বিএনএম থেকে বাগেরহাট-৪ আসনে প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়ায় ব্যাপক আলোচিত-সমালোচিত হন জেলা কৃষকলীগের সহ-সভাপতি রেজাউল ইসলাম রাজু।
বৃহস্পতিবার বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা শেষে সাংবাদিকরা তার কাছে দলের জেলা কমিটির সভাপতি, কেন্দ্রীয় কমিটির মহাসচিবসহ শীর্ষ নেতাদের নাম জানতে চাইলেও তিনি বলতে পারেননি। বলতে পারেননি জেলা কার্যালয়ের ঠিকানাও।