কোন্দলে যশোরে মহিলা আ.লীগের লাইজু ও মিলির পৃথক মানববন্ধন

0

স্টাফ রিপোর্টার ॥ আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের জেরে বিএনপির চলমান অবরোধের কর্মসূচির বিরুদ্ধে এক প্ল্যাটফরমে অংশ নিতে পারেনি যশোর জেলা মহিলা আওয়ামী লীগ। বুধবার বিএনপির অবরোধের বিরুদ্ধে আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচি পালনে দলটির বিবদমান দুই গ্রুপ পৃথক মানববন্ধন করেছে। কর্মসূচিতে আওয়ামী লীগের নেতাকর্মীরাও বিভক্ত হয়ে অংশ নেন।
দলীয় সূত্রে জানা গেছে, মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার যশোরে মানববন্ধন পালন করে জেলা শাখা। তবে এ কর্মসূচি পালনে দলটির জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক এক হয়ে কর্মসূচি পালন করতে পারেননি। এদিন সকালে প্রেস ক্লাব যশোরের সামনে জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লাইজু জামানের নেতৃত্বে এবং গাড়িখানা রোডে সাধারণ সম্পাদক জোৎস্না আরা মিলির নেতৃত্বে পৃথক দুটি মানববন্ধন হয়। উভয় আয়োজনে জেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ পৃথকভাবে অংশ নেন।
গাড়িখানা রোডের মানববন্ধনে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত নাথ প্রমুখ।
অন্যদিকে প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে বক্তব্য করেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মেহেদী হাসান মিন্টু, সাংগঠনিক সম্পাদক এসএম আফজাল হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক কাজী আব্দুস সবুর হেলাল প্রমুখ। দুটি কর্মসূচি থেকেই বিএনপির চলমান আন্দোলন নিয়ে বিষোদগার করে নানা বক্তব্য দেওয়া হয়।
দলীয় সূত্রে জানা গেছে, যশোর আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে জেলা মহিলা আওয়ামী লীগও দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে। এর একটি পক্ষের নেতৃত্বে দিচ্ছে মহিলা আওয়ামী লীগের সভাপতি লাইজু জামান ও অপরটির সাধারণ সম্পাদক জোৎস্না আরা মিলি। এই নেত্রীই পরস্পর যশোর জেলা আওয়ামী লীগের বিবদমান দুই গ্রুপ কাজী নাবিল আহমেদ ও শাহীন চাকলাদার গ্রুপের অনুসারী।