বিরোধী দলের রাজনৈতিক অধিকারচর্চায় বাধা না প্রয়োগের আহ্বান আসকের

0

লোকসমাজ ডেস্ক॥ আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশব্যাপী সহিংসতায় উদ্বেগ প্রকাশ করে বিরোধী দলের রাজনৈতিক অধিকারচর্চার ক্ষেত্রে অনভিপ্রেত বাধা না প্রয়োগের আহ্বান জানিয়েছে বেসরকারি মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক)। একইসঙ্গে সব রাজনৈতিক দলকে সহনশীল আচরণ করারও আহ্বান জানিয়েছে সংগঠনটি।
সোমবার এক বিবৃতিতে এমন আহ্বান জানিয়েছে সংগঠনটি। বিবৃতিতে ক্ষমতাসীন ও বিরোধী দলের পাল্টাপাল্টি কর্মসূচিতে একজন পুলিশ সদস্য, একজন সাংবাদিকসহ তিনজন নিহত এবং প্রায় শতাধিক আহত হওয়ার বিষয়টি তুলে ধরা হয়েছে।
আসকের চেয়ারপারসন জেড আই খান পান্না বিবৃতিতে বলেছেন, রাজনৈতিক পরিস্থিতি পুনরায় সহিংস হয়ে উঠেছে। এমন পরিস্থিতি জনমনে আতঙ্ক ও চরম নিরাপত্তাহীনতা তৈরি করছে। সহিংসতা না করে পারস্পরিক আলোচনা ও সংলাপের মাধ্যমে সমস্যা সমাধানের ওপর জোর দিতে হবে।
জেড আই খান পান্না বলেন, প্রধান বিচারপতির বাসভবনে হামলার মতো ন্যক্কারজনক ঘটনা ঘটেছে। গণপরিবহনে আগুন দেওয়া এবং বিরোধী দলের নেতাকর্মীদের ধরপাকড় বা গ্রেপ্তারের ঘটনা ঘটছে। এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবিও জানান তিনি।