যশোরে বিএনপির আরও ২৬ নেতাকর্মী আটক ‘নাশকতা’র পেন্ডিং মামলায় কারাগারে প্রেরণ

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে বিএনপি ও অঙ্গ সংগঠনের আরও ২৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার জেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। এভাবে প্রতি রাতেই নেতাকর্মী এমনকী সমর্থকদের বাড়িতে পুলিশ তল্লাশি চালাচ্ছে তাদের আটকের জন্য, অভিযোগ করেছেন বিএনপি নেতৃবৃন্দ।
আটক নেতাকর্মীদের পুলিশের দায়ের করা কথিত নাশকতার পেন্ডিং মামলায় শুক্রবার আদালতে সোপর্দ করা হয়। এ সময় আদালতের বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সালমান আহমেদ শুভ তাদের কারাগারে পাঠানোর এই আদেশ দেন।
আটকরা হলেন, যশোর শহরের পূর্ব বারান্দী বটতলা এলাকার মৃত মাহমুদ আলী আনসারীর ছেলে হাবিব আল রাজী, চুড়িপট্টির মৃত মনির উদ্দিন চৌধুরীর ছেলে সানি উদ্দিন চৌধুরী, সদর উপজেলার মন্ডলগাতি গ্রামের আব্দুল মান্নান সরদারের ছেলে মানিক সরদার, মঠবাড়ি দক্ষিণ পাড়ার মৃত শাহাজাহান মোল্লার ছেলে শহিদুল ইসলাম, আড়পাড়া সাহাপুরের মৃত ইকবাল হোসেনের ছেলে অপু হোসেন, ঘুরুলিয়া গ্রামের শাহ আলম মুন্সীর ছেলে মাহাবুবুর রহমান মাহাবুব, ফতেপুরের আব্দুল বারিক মোল্লার ছেলে আব্বাস আলী, মৃত ফজলুর রহমানের ছেলে মিটুল হোসেন, হাটবিলা গ্রামের হারুন ব্যাপারীর ছেলে আবু বক্কার, চাউলিয়া গ্রামের লতিফ বিশ্বাসের ছেলে আনোয়ার হোসেন, ছিলুমবাড়িয়া গ্রামের মোশারফ হোসেনের ছেলে মাহামুদ হোসেন, পদ্মবিলা গ্রামের মৃত আলী বক্সের ছেলে হারুন অর রশিদ, আমির উদ্দিন মৃধার ছেলে নাজিম মৃধা, গাইদগাছি গ্রামের মৃত মইছ উদ্দিনের ছেলে আব্দুস সামাদ, ঝিকরগাছা উপজেলার সাগরপুর গ্রামের মৃত কেয়াম উদ্দিনের ছেলে আব্দুস সামাদ, বাঘারপাড়া উপজেলার ইন্দ্রা গ্রামের মৃত মোন্তাজ বিশ্বাসের ছেলে আব্দুর রশিদ, আদমপুর গ্রামের মানিক মোল্লার ছেলে কামাল হোসেন, চেচুয়াখোলা গ্রামের মৃত জিতু বিশ্বাসের ছেলে তিব্বর আলী, শার্শা উপজেলার বাগআঁচড়া পূর্বপাড়ার মোশারফ হোসেনের ছেলে মেহেদী হাসান, রঘুনাথপুর গ্রামের মৃত হকের আলীর ছেলে আব্দুল মান্নান, বেলতা গ্রামের মৃত আজিজার রহমান বিশ্বাসের ছেলে ছাফদার আলী বিশ্বাস, খলিশাখালী গ্রামের নাজিল হক প্রধানের ছেলে বাদশা প্রধান, ধলদাহ গ্রামের মৃত রবিউল হোসেনের ছেলে জামাত আলী, পান্তাপাড়া গ্রামের মৃত কোমল সরদারের ছেলে আক্কেল আলী, চৌগাছা উপজেলার পেটভরা গ্রামের মৃত মহর আলীর ছেলে মাহবুর রহমান ও মণিরামপুর উপজেলার নেহালপুর বিশ্বাসপাড়ার মৃত আক্কাস গাজীর ছেলে আছমত।