চুয়াডাঙ্গার পীরপুর গঞ্জের হাটে সড়ক সংযোগ ছাড়াই ব্রিজ নির্মাণ সম্পন্ন !

0

রিফাত রহমান,চুয়াডাঙ্গা ॥ চুয়াডাঙ্গা সদর উপজেলার পীরপুর গঞ্জের হাট সড়কে মাথাভাঙ্গা নদীর ওপর ব্রিজ নির্মাণ কাজ সংযোগ সড়ক বাকি রেখেই শেষ হওয়ায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
চুয়াডাঙ্গা এলজিইডি নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে পাওয়া তথ্য মতে, চুয়াডাঙ্গা সদর উপজেলার পীরপুর গঞ্জের হাট সড়কে ২ হাজার ৫০০ মিটার চেইনেজে ৯০ মিটার পিসি গার্ডার ব্রিজ নির্মাণ কাজ গত ২০২১ সালের ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়। এর আগে ২০২১ সালের ৩১ জানুয়ারি চুক্তিমূল্যের ৬ কোটি ৬৬ লাখ ৬৮ হাজার ১০ টাকা ব্যয়ে এ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। এলজিইডির উপজেলা ইউনিয়ন গ্রাম সড়কে অনূর্ধ্ব ১০০ মিটার ব্রিজ নির্মাণ প্রকল্পের এ কাজটি কুষ্টিয়ার সৈকত এন্টারপ্রাইজ জেভিসিএ স্বত্বাধিকারী ঠিকাদার নুরুজ্জামান মিয়া পাওয়ার পর স্থানীয়ভাবে বাস্তবায়ন করছে চুয়াডাঙ্গার ইমি মোটরর্সের স্বত্বাধিকারী ঠিকাদার ইলিয়াস হোসেন।
চুয়াডাঙ্গা এলজিইডির নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম বলেন, এই ব্রিজটি নির্মাণের জন্য হাটকালুগঞ্জ এলাকায় ০.৩৪১৮ একর ও পীরপুর এলাকায় ০.৩০৬৪ একর জমি অধিগ্রহণ প্রক্রিয়ায় রয়েছে। অধিগ্রহণ প্রক্রিয়ার কাজ শেষ হলে ব্রিজটির সংযোগ সড়ক ও বাকি নির্মাণ কাজ শেষ হবে। তারপর ব্রিজটি চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।