মনিরামপুরে ইসরায়েলবিরোধী বিক্ষোভ, বাঘারপাড়ায় শিক্ষার্থীদের মানববন্ধন

0

স্টাফ রিপোর্টার,মনিরামপুর ও বাঘারপাড়া সংবাদদাতা॥ ফিলিস্তিনে ইসরায়েলের হামলার প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে যশোরের মনিরামপুরে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মনিরামপুর উলামা পরিষদের উদ্যোগে বিকেলে হাজারো মুসল্লির অংশগ্রহণে পৌরশহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে পৌরশহরের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জামেয়া ইমদাদীয়া মদিনাতুল উলুম(মাদানিনগর) মাদ্রাসার মুহতামিম মুফতি আবদুর রশিদ।
দারুল উলুম ইলাহিবক্স(কওমি) মাদ্রাসার মুহতামিম মুফতি আশফাকুল আনোয়ার ইয়ামিনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা আবু তৈয়ব, আবু বক্কার সিদ্দিক, মুফতি হুসাইন আহমেদ, মুফতি আশরাফুজ্জামান, মাওলানা বরকাতুল ইসলাম প্রমুখ।সমাবেশে মুফতি ইয়ামিনসহ অন্যান্য বক্তারা ফিলিস্তিনে হামলার প্রতিবাদ জানিয়ে ইসরাইলের সকল পণ্য বর্জনের আহ্বান জানান।


অপরদিকে, ফিলিস্তিন ও ইসরায়েলের চলমান যুদ্ধ বন্ধে বাঘারপাড়ায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় ইবিএম ধুপখালি ক্যাডেট স্কুলের আয়োজনে গ্রিনটাচ ক্যাম্পাসে মানববন্ধনে যুদ্ধ বন্ধে দুই পক্ষকে আহ্বান জানিয়েছে বিদ্যালয়ের কোমলমতি শিশু শিক্ষার্থীরা। স্টপ কিলিং, স্টপ ওয়ার, প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নিয়ে মানববন্ধনে তারা যুদ্ধ বন্ধের জন্য আহ্বান জানায়।
কোমলমতি কয়েকজন শিক্ষার্থী জানায়, তারা টেলিভিশনে ফিলিস্তিন ও ইসরায়েলে যুদ্ধের চিত্র দেখেছে। সেখানে বসবাসকারী শিশুদের নানা সংকটের মধ্যে দিন পার হচ্ছে। যেখানে প্রতি মুহূর্তে বেঁচে থাকার লড়াই করতে হচ্ছে। সেখানে বিদ্যুৎসহ খাদ্য, পানি ও জ্বালানি সরবরাহও বন্ধ করে দেওয়া হয়েছে। দুই পক্ষের কয়েক হাজার মানুষ প্রাণ হারিয়েছে। তাই যুদ্ধ বন্ধে জরুরি ব্যবস্থা নিতে হবে। এসময় উপস্থিত ছিলেন গ্রিন টাচ বাংলাদেশের পরিচালক আবু হুরাইরা পিকুল, আঞ্চলিক পরিচালক আলমগীর সিদ্দিকী, ইবিএম ধুপখালি স্কুলের প্রধান শিক্ষক সুকান্ত কুমার বালা, সহকারী শিক্ষক উম্মে জান্নাতুল প্রমুখ।