চৌগাছায় ৪৯টি মন্ডপে চলছে দুর্গোৎসবের প্রস্তুতি

0

এম. এ. রহিম চৌগাছা (যশোর) ॥ চৌগাছায় ৪৯টি মন্ডপে দুর্গোৎসবের প্রস্তুতি চলছে। সনাতন ধর্মালম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয়া দুর্গাপূজা। প্রতিমা তৈরিতে শিল্পীদের ব্যস্ততায় জানান দিচ্ছে দেবী দূর্গার আগমনী বার্তা। সারা দেশের মতো চৌগাছা উপজেলায় চলতি বছর ৪৯টি মন্ডপে শারদীয় দুর্গাপূজার ব্যাপক প্রস্তুতি চলছে। দুর্গোৎসব উপলক্ষে হিন্দু ধর্মাবম্বীদের মধ্যে সাজ সাজ রব বিরাজ করছে ।
উপজেলা পূজা কমিটির দেওয়া তথ্যে জানা যায়, এ বছর উপজেলার ফুলসার ইউনিয়নে ৩টি, পাশাপোল ইইনিয়নে ২টি, সিংহঝুলি ইউনিয়নে ৩টি, ধুলিয়ানীতে ১টি, নারায়ণপুর ইউনিয়নে ২টি, সুখপুকুরিয়ায় ৭টি, স্বরুপদাহে ৭টি, চৌগাছা সদর ইউনিয়নে ৫টি, পাতিবিলায় ৪টি, হাকিমপুরে ৩টি, জগদিশপুর ইউনিয়নে ৫টি ও পৌর শহরে ৭টি মোট ৪৯ টি মন্ডবে শারদীয়া দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
বিভিন্ন মন্ডপে ঘুরে দেখা গেছে, প্রতিমা তৈরিতে ভাস্করদের কল্পনায় দেবী দুর্গার অনিন্দ্য সুন্দর রূপ দিতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে রং তুলির কাজ। বেশকয়টি মন্ডপে ভাস্করদের শেষ তুলির আঁচড় দিয়ে প্রতিমা সাজসজ্জার কাজ সম্পন্ন করতে দেখা যায়।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ বলাই চন্দ্র পাল জানান, চলতি বছর মোট ৪৯টি পূজা মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠানের লক্ষ্যে প্রস্তুতি চলছে। সরকারি ভাবে প্রত্যেক মন্ডপে ৫শ কেজি চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া মন্দিরের বাইরে সব ধরনের আলোকসজ্জা, সাজসজ্জা, মেলার আয়োজন, আরতি প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ আরও অনুষ্ঠান থাকবে। সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রেখে সবাই মিলে মিশে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব পালন হবে।
চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, দুর্গাপূজায় যাতে কোনোপ্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয় তার জন্য পুলিশ প্রশাসন তৎপর। শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব পালনের লক্ষ্যে উপজেলার পূজা মন্ডপগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ, ব্যাটালিয়ান আনসার, সাধারণ আনসার ও গ্রামপুলিশসহ মোবাইল টিমের সদস্যরা মোতায়েন থাকবে।