ঝিকরগাছায় বিএনপি ও জামায়াতের ২০ নেতা কর্মীর নামে পুলিশের মামলা, গ্রেফতার ৫

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ ঝিকরগাছায় বিএনপি ও জামায়াতের ২০জন নেতাকর্মীর নামে ‘নাশকতামূলক’ মামলা দায়ের করেছেন ঝিকরগাছা থানার এস আই গৌতম কুমার মন্ডল। যার নং ০৭, তারিখ ০৫/১০/২০২৩ । মামলায় ৫জনকে গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, ঝিকরগাছা সদর ইউনিয়ন বিএনপির সদস্য, নওদাপাড়া গ্রামের বাসিন্দা ব্যবসায়ী রুহুল আমিন, জয়কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক সাইফুল ইসলাম বাচ্চু, লাউজানী গ্রামের বাসিন্দা কপোতাক্ষ হজ্জ গ্রুপের মোয়াল্লেম ফয়েজ গাজী , শংকরপুর ইউনিয়নের কুমড়ী গ্রামের বাসিন্দা জামায়াত নেতা মাওলানা ফারুক হোসেন ও শাহাজাহান আলী। মামলার ১৬ নং আসামি কপোতাক্ষ হজ্জ গ্রুপের মোয়াল্লেম নোমান বর্তমানে সৌদি আরবের মদিনায় অবস্থান করছেন বলে জানা গেছে।
মামলার অন্য আসামিরা হলেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক খোরশেদ আলম, ঝিকরগাছা সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আয়ুব হোসেন, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক রাসেল হোসেন, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু মুসা মিন্টু, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক শাহাজাহান আলী ও নজরুল ইসলাম, বিএনপি নেতা আলী হোসেন, প্রিন্ট ওরফে পাইলট, উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি মাওলানা আব্দুল আলিম, কপোতাক্ষ হজ্জ গ্রুপের মোয়াল্লেম মঞ্জুরুল আলম নোমান (বর্তমানে সৌদি আরব), লাউজানী গ্রামের আব্দুল জব্বার, জয়কৃষ্ণপুর গ্রামের আব্দুল্লাহ, নাভারণ উত্তরদেউলি গ্রামের আমির হোসেন ও মনোহরপুর গ্রামের শফিয়ার রহমান। এছাড়া মামলায় আরও ৮০/৯০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ ৬টি ককটেল, ৫টি পেট্রোল বোমা, ৮টি লোহার রড, ১৭পিস লাঠি ও ২৩পিস ইটের টুকরো এজাহারে উদ্ধার দেখিয়েছে। মামলার ১৬নং আসামি কপোতাক্ষ হজ্জ গ্রুপের মোয়াল্লেম নোমান বর্তমানে সৌদি আরবের মদিনায় অবস্থান করছেন। মামলার বাদী এস আই গৌতম কুমার মন্ডলের কাছে জানতে চাইলে নোমানের বিদেশের বিষয়টি তিনি জানেন না বলে দৈনিক লোকসমাজকে জানান।