চৌগাছায় শিক্ষক দিবসে আলোচনা সভা

0

 

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে যশোরের চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে শোভাযাত্রা বের হয়। এটি চৌগাছা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কলেজের শিক্ষক লাউঞ্জে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কলেজ অধ্যক্ষ ও উপজেলা চেয়ারম্যান ড. এম মোস্তানিছুর রহমানের সভাপতিত্বে আলোচনা করেন উপাধ্যক্ষ আলমঙ্গীর সিদ্দিকী, সহকারী অধ্যাপক আতিকু রহমান, তিতুমির রহমান, আক্তারুজ্জামান, রীনা নাজমা, হারুন-অর-রশিদ প্রমুখ।