কেশবপুরের সবজির বাজার চড়া

0

জয়দেব চক্রবর্তী, কেশবপুর (যশোর)॥ কেশবপুরের বিভিন্ন বাজারে ব্যবসায়ীরা সিন্ডিকেট বসিয়ে ইচ্ছে মাফিক দামে সবজি বিক্রি করছে। সরকারের বেঁধে দেয়া দামে আলু ও পেঁয়াজ বিক্রি হচ্ছেনা। বাজারে আলু ৩৬ টাকার স্থানে ৪৫ টাকা, পেঁয়াজ ৮০/৯০ টাকা দরে বিক্রি হচ্ছে।
সরকারের তরফে কোন তদারকি বা নজরদারি নেই।
কাঁচাঝাল প্রতি কেজি ২০০ টাকা, ওল ৮৫ টাকা, পাতাকপি ৬০ টাকা,পটল ৪০ টাকা, কুমড়ো ৪০ টাকা, আদা ৬শ টাকা, শুকনোঝাল ৫শ টাকা দরে বিক্রি হচ্ছে।
তাই সবজি কিনতে পারছেন না সাধারণ মানুষ।অথচ বাজার মনিটরিংয়ের কোন খবর নেই। ইচ্ছে খুশি মতো চলছে বাজারগুলো।
কেশবপুর উপজেলা নাগরিক কমিটির সভাপতি আবুবকর সিদ্দিকী বলেন,সরকারের বাজার মনিটরিংয়ের দায়িত্বে যারা আছেন তাদের কোন নড়াচড়া না থাকার কারণে বাজারগুলোতে ইচ্ছে মাফিক দামে সবকিছু বিক্রি হচ্ছে।