মহারাষ্ট্রে সরকারি হাসপাতালে ওষুধের অভাবে ২৪ ঘন্টার মধ্যে ২৪ জনের মৃত্যু

0

লোকসমাজ ডেস্ক ।। ভারতের মহারাষ্ট্রে সরকারি একটি হাসপাতালে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে সদ্য জন্মগ্রহণ করা ১২ নবজাতক সহ ২৪ জনের মৃত্যু হয়েছে। জানা গেছে, ওষুধ ও পর্যাপ্ত নার্স না থাকায় এমন করুণ ঘটা ঘটেছে।
এ ঘটনায় রীতিমতো বিজেপি শাসিত রাজ্যে হট্টগোল শুরু হয়েছে। সরকারের বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছে বিরোধী দল
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, পর্যাপ্ত ওষুধের জোগান না থাকায় এ ঘটনা ঘটে। হাসপাতালের ডিন জানিয়েছেন, পর্যাপ্ত পরিকাঠামো এবং ওষুধের যোগান নেই। তবুও ৭০ থেকে ৮০ কিলোমিটারের মধ্যে এটাই হাজার হাজার মানুষের ভরসা।
এনিয়ে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের সরকারকে একহাত নিয়েছে এনসিপি। দলের মুখপাত্র বিকাশ লোয়ান্ডে বলেন, ‘সরকারের লজ্জা হওয়া উচিত। জাঁকজমক করে উৎসবের বিজ্ঞাপন করা হচ্ছে। অথচ হাসপাতালে ওষুধ নেই। রোগীদের এভাবে প্রাণ হারাতে হচ্ছে।’
উল্লেখ্য, গত আগস্ট মাসেও এমনই ঘটনার সাক্ষী থেকেছে মহারাষ্ট্র। ওই সময়ে ২৪ ঘণ্টায় ১৭ জন রোগীর মৃত্যু হয়েছিল থানে জেলার কালওয়া এলাকার ছত্রপতি শিবাজি মহারাজ হাসপাতালে। (সূত্র : এনডিটিভি)