যশোরে শ্রমিকদলের প্রস্তুতিসভা অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার ॥ বর্তমান সরকারের পদত্যাগ ও নিরদলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার দাবিতে আগমী ২৬ তারিখ খুলনা বিভাগী রোডমার্চ অনুষ্ঠিত হবে। রোর্ড মার্চ সফল করার লক্ষ্যে যশোর জেলা শ্রমিকদল প্রস্তুতিসভা করেছে । শুক্রবার জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন। জেলা শ্রমিকদলের ভারপ্রাপ্ত সভাপতি আবু জাফরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাহাবুদ্দিন,সহ-সভাপতি ফরিদ আহমেদ সিদ্দিকী ,যুগ্ম-সম্পাদক আকতার মুন্সি,কামরুল ইসলাম,তৌহিদুর রহমান,সদর উপজেলা শ্রমিকদলের সভাপতি হাফিজুর রহমান,সাধারণ সম্পাদক ফিরোজ আলম, শ্রমিক দল নেতা আব্দুল হান্নান,গাজী জামির, মফিজুল ইসলাম প্রমুখ।