শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় দুই পান ব্যবসায়ী নিহত

0

শৈলকুপা( ঝিনাইদহ)সংবাদদাতা॥  বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের শৈলকুপার বড়দায় নামক স্থানে বাসের ধাক্কায় নসিমনে থাকা দুই পান ব্যবসায়ী নিহত ও ৩ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের বাড়ি ঝিনাইদহ জেলার হরিনাকুন্ডু উপজেলার ভায়না গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঝিনাইদহ-কুষ্টিয়া মহসড়কের বড়দায় কুষ্টিয়া থেকে ছেড়ে আসা খুলনাগামী রূপসা পরিবহনের একটি বাস পেছন থেকে পান বোঝাই একটি নসিমনকে ধাক্কা দিলে নসিমনে থাকা পান ব্যবসায়ী খোকন (২৩) ঘটনাস্থলে মারা যান। ৪জন গুরুতর আহত হন। আহতদের মধ্যে মহাদেব কুমার (৫৮)- কে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত নসিমনচালক আবু হাসেম , আহাদ আলী ও আব্দুল সাত্তারকে চিকিৎসার জন্যে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে ভায়না গ্রামের আকিবুল ইসলাম মেম্বার জানান, ভায়না গ্রামের পান ব্যবসায়ী খোকন, মহাদেবসহ ৬ ব্যক্তি দুপুরে গ্রাম থেকে নসিমনে পান নিয়ে শৈলকুপার গাড়াগঞ্জ বাজারে বিক্রি করতে গিয়েছিলেন। পরে জানতে পারলাম কুষ্টিয়া থেকে ছেড়ে আসা খুলনাগামী রুপসা পরিবহনের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। বাকিরা আহত হয়েছেন।
সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে ঝিনাইদহ হাইওয়ে থানার দায়িত্বরত আফিসার মিজানুর রহমান জানান, সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে আমরা ঘাতক বাসটি আটক করেছি ।