যশোর ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৯ জন ১ হাজার ৪শ’ ছাড়াল ডেঙ্গু রোগী

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে গত ২৪ ঘণ্টায় আরো ২৯ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় ১ হাজার ৪শ’ ছাড়িয়ে গেছে ডেঙ্গু রোগীর সংখ্যা। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৬ জনের।
সূত্র জানিয়েছেন, যশোরে ডেঙ্গু রোগীর সংখ্যা প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে। নতুন করে ২৯ জন আক্রান্ত হওয়ার মধ্য দিয়ে শনিবার পর্যন্ত ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪শ’ ১২ জন। মারা গেছে ৬ জন। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১শ’ ৪৪ জন। ১ হাজার ২শ’ ৬৬ জন সুস্থতা লাভ করেছেন বলে যশোর সিভিল সার্জন অফিসের এক পরিসংখ্যানে জানানো হয়েছে।
আক্রান্তদের মধ্যে যশোর সদরে ৬শ’ ৭৮ জন, অভয়নগরে ১শ’ ৬২ জন, কেশবপুরে ১শ’ ৪৫ জন, শার্শা উপজেলায় ৮৩ জন, বাঘারপাড়ায় ৩৫ জন, চৌগাছা উপজেলায় ৭৫ জন, ঝিকরগাছায় ৪৮ জন এবং মণিরামপুরে ৮০ জন রয়েছেন।