ঝিকরগাছায় স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন

0

তরিকুল ইসলাম, ঝিকরগাছা (যশোর) ॥ ঝিকরগাছা উপজেলায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু হয়েছে। শনিবার এ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধান অতিথি নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান (অব.)। ঝিকরগাছা পৌর সদরের সম্মিলনী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, স্কুলশিক্ষকসহ সাতজনকে প্রধান অতিথি নিজহাতে স্মার্টকার্ড দেন।
উদ্বোধনের আগে ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল হকের সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, আইডিইএ প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম, খুলনা অঞ্চলের নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবির, ডিডিএলজি যশোর রফিকুল হাসান, ঝিকরগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম, ঝিকরগাছা পৌর মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল। স্বাগত বক্তব্য রাখেন, সিনিয়র জেলা নির্বাচন অফিসার আনিছুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন, ঝিকরগাছা উপজেলা নির্বাচন কমিশনার সৌমেন বিশ্বাস ছন্দ।
উল্লেখ্য, ২০০৭ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত নিবন্ধিত মোট দুই লাখ নয় হাজার ভোটারের মাঝে এই স্মার্টকার্ড বিতরণ করা হবে। আগামী ৬ নভেম্বর পর্যন্ত উপজেলার বিভিন্ন পয়েন্টে সিডিউল মোতাবেক ভোটাররা ১০ আঙুলের ছাপ এবং আইরিশ দেওয়ার মাধ্যমে স্মার্ট জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করতে পারবেন। এই কার্যক্রমে তথ্যসেবা কেন্দ্র খুলে ভোটারদের বক্স আইডি নাম্বার দেওয়াসহ বিভিন্নভাবে সহায়তা করছেন যশোর জেলা আওয়ামী লীগ সদস্য মোস্তফা আশিষ ইসলাম দেবু।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি স্মার্টকার্ড নিতে আসা মানুষদের উদ্দেশ্যে বলেন, আপনারা আপনাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। যাকে খুশি তাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন এটাই আমাদের প্রত্যাশা। আলোচনাসভা শেষে কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে কার্ড বিতরণ কার্যক্রম ঘুরে দেখেন অতিথিবৃন্দ।