মেহরাব হোসেন জুনিয়র এখন কানাডার পুলিশ কর্মকর্তা

0

লোকসমাজ ডেস্ক ।। এক সময়ের টাইগার ক্রিকেটার মেহরব হোসেন জুনিয়র এখন কানাডার পুলিশ কর্মকর্তা। তার অভিষেকটা হয়েছিল ২০০৬ সালের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির বাছাইপর্বে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে । প্রতিভার স্বাক্ষর রেখে জাতীয় দলে পা রাখলেও রাখতে পারেননি সেই ছাপ। অনেকটা নীরবেই ক্রিকেট ছেড়ে পাড়ি জমিয়েছিলেন কানাডায়। সেখানে এবার নতুন ভূমিকায় ফের সামনে এলেন তিনি। ৩৬ বছর বয়সে কানাডার পুলিশ কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার।
দাপ্তরিকভাবে মেহরাব কানাডায় পুলিশ হয়েছেন গত পরশু। ফেসবুকে ছড়িয়ে পড়া তার ছবিতে দেখা যাচ্ছে নায়াগ্রা আঞ্চলিক পুলিশ হেডকোয়ার্টারে এক পুলিশ কর্মকর্তার কাছ থেকে ডিউটি ব্যাচ নিচ্ছেন বাংলাদেশের সাবেক এ বাঁহাতি ব্যাটার। গণমাধ্যমকে এই বিষয়ে মেহরাব বললেন, ‘প্রশিক্ষণ শেষে আনুষ্ঠানিকভাবে আমার পুলিশের চাকরি শুরু হয়েছে এ দিন।’

বয়সভিত্তিক ক্রিকেটে দারুণ আলো ছড়ানো মেহরাব বাংলাদেশের হয়ে খেলেছেন ৭টি টেস্ট, ১৮টি ওয়ানডে ও ২টি-টোয়েন্টি। ২০১৮ সালের প্রবাসজীবনের আগে ৯ বছর ধরে তার ক্রিকেট ক্যারিয়ার সীমাবদ্ধ হয়ে পড়েছিল ঘরোয়া ক্রিকেটে।