কালীগঞ্জ ও হরিণাকুন্ডুতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ।। ঝিনাইদহের কালীগঞ্জ ও হরিণাকুন্ডতে শনিবার বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে  কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে শহরের থানা রোডে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে নলডাঙ্গা ভ্যানস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় অংশগ্রহণ করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক  সাইফুল ইসলাম ফিরোজ, উপজেলা বিএনপির আহ্বায়ক মাহাবুবুর রহমান, যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম তোতা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সাইদুল, সাবেক ইউপি চেয়ারম্যান ইলিয়াস রহমান মিঠু, আনোয়ার হোসেন, জাবেদ আলী ও মোহাম্মদ আলী জিন্নাহসহ অন্যান্য নেতাকর্মীরা। প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ বলেন, অবৈধ সরকার আজ দেশের গণতন্ত্র হত্যা করে মানুষের স্বাধীনতা হরণ করে জোর করে ক্ষমতায় বসে আসে। দেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র আন্দোলনের কোনো বিকল্প নেই।
এদিকে হরিণাকুন্ডুতে শহরে শনিবার বিকেলে বেল্টু মোড় থেকে বিএনপির এক শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি হল বাজারে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে প্রধান অতিথি হিসেবে জেলা বিএনপির সভাপতি অ্যাড এম এ মজিদ বলেন, হাসিনা সরকারের সময় শেষ হয়ে আসছে। দ্রুত এই সরকারের পতন ঘটবে। অনুষ্ঠানে হরিণাকুন্ডু উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান মাস্টার, সম্পাদক তাইজাল হোসেন, আব্দুল মোমিন, নজির উদ্দীন, জান্নাতুল হক, ঝিনাইদহ জেলা শ্রমিকদলের সভাপতি আবু বক্কার, জেলা যুবদল সভাপতি আহসান হাবিব রণক, সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু ও জেলা ছাত্রদলের সভাপতি এসকে সোমেন বক্তব্য রাখেন।
]