ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু

0

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহ ॥ ঝিনাইদহের হরিণাকুন্ডু ও কালীগঞ্জে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে।
শনিবার সকালে হরিণাকুন্ডু উপজেলার গোবরাপাড়া গ্রামে আমজাদ মালিথার স্ত্রী মরিয়ম খাতুন (৬০) মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুস্পৃষ্ট হন। মাকে বাঁচাতে এগিয়ে যান মেয়ে তাসলিমা খাতুন (৩৫)। এক পর্যায়ে দুইজনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। এদিকে কালীগঞ্জ উপজেলার গোপীনাথপুর গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে আব্দুল হালিম (৫০) শিয়াল মারা ফাঁদে বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন।
হরিণাকুন্ডু উপজেলার দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, মা মরিয়ম বেগম প্রথমে বিদ্যুতায়িত হলে মেয়ে তাকে রক্ষা করতে যান। এতে ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়। হরিণাকুন্ডু থানার ওসি আবু আজিফ মা ও মেয়ের মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন। এদিকে কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আনোয়ার হোসেন জানান, গোপিনাথপুর গ্রামের খোরশেদ হোসেন নামে এক কৃষক শেয়াল ধরার জন্য পুকুর পাড়ে বৈদ্যুতিক তার ছড়িয়ে রাখেন। সকালে ওই গ্রামের কৃষক আব্দুল আলিম পুকুরের পাড় দিয়ে হেঁটে যাওয়ার সময় তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যান। কালীগঞ্জ থানার পুলিশের এসআই প্রকাশ কুমার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিদ্যুতের তারে জড়িয়ে কৃষক মারা যাওয়ার খবরে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।