ভাটার মাটি কাটায় পাইকগাছায় কপোতাক্ষে ভাঙন, দুই শতাধিক পরিবার ভিটেছাড়া

0

জি.এম. মিজানুর রহমান, পাইকগাছা (খুলনা) ॥ পাইকগাছা উপজেলায় কপোতাক্ষ নদের কূলে জেলে পল্লীতে আবারও ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। স্থানীয় একটি ইটভাটার মাটি অব্যাহতভাবে কেটে নেওয়ার ফলে নদের কূল ভেঙে পড়েছে। এ ঘটনায় দুই শতাধিক পরিবার ভিটেবাড়ি হারিয়ে যাযাবর জীবনযাপন করছেন বলে এলাকাবাসী জানিয়েছেন।
উপজেলার রাড়ুলি ইউয়নের জেলে পল্লী এলাকায় অবস্থিত কপোতাক্ষ নদে আবারও ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। স্থানীয় ইউপি মেম্বার ইলিয়াস হোসেন ও কলেজশিক্ষক মোমিন উদ্দিন জানান,পার্শ্ববর্তী মিনারুল ও ডালিম সরদারের ইটের ভাটার জন্য প্রতিবছর মেশিন দিয়ে এ নদ থেকে যাবতীয় মাটি কেটে নেওয়া হচ্ছে। এর ফলে নদীতে জোয়ারের পানির চাপ বেড়ে কূল ভেঙে পড়েছে। গত ৭ বছর ধরে ভাঙনের তীব্রতা বাড়ছে। এ কারণে দুই শতাধিক পরিবার ভিটেবাড়ি ছাড়া হয়েছে। যাযাবরের জীবনযাপন করছেন অন্যত্র। কেউ চলে গেছেন ভারতে। বর্তমান ৬০-৭০ টি পরিবার আতঙ্কে রয়েছে।
এ ব্যাপারে ইটভাটা মালিক মিনারুল ইসলাম বলেন, উপজেলার তালা থানার শাহজাতপুর গ্রামের ভুট্টুর কাছ থেকে লিজ নেওয়া যে জমি নদীতে চলে গেছে সেই জমি থেকে মাটি কাটছি। দ্রুত ভাঙন রোধ না করা হলে জোয়ারের পানি বৃদ্ধি পেলে ভাঙনের তীব্রতার কারণ পানি ঢুকে বিশাল এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী