শার্শায় ডেঙ্গুরোগীর সংখ্যা বাড়ছে

0

শার্শা (যশোর) সংবাদদাতা ॥ শার্শায় প্রতিদিন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। গত সাত দিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুজ¦রে আক্রান্ত হয়েছেন ১৪ জন। এর মধ্যে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন ৬ জন । তারা হলেন উপজেলার নাভারণের ইসলামপুর গ্রামের সালমা খাতুন (৬০), শিয়ালঘোনা গ্রামের জাহানারা কেগম(৬০), সাতমাইল গ্রামের মেহেদী হাসান(২১), ঝিকরগাছা উপজেলার বায়সা গ্রামের আজমল হোসেন(২৪), নাভারণ বাজারের নাজমুল হোসেন (২২) ও দক্ষিণ বুরুজবাগান গ্রামের তন্নি(৩)। শার্শা উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে এ পর্যন্ত ৩৮ জন রোগী ডেঙ্গু জ¦রে আক্রান্ত আছেন। বাড়িতে চিকিৎসা নিচ্ছেন ১৪ জন ।
এ বিষয়ে শার্শা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার মো. ইউছুফ আলী জানান, প্রতিদিন ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হয়ে তা প্রতিরোধ করতে হবে। তিনি আরও বলেন, সাধারণ মশা নয়, এডিস মশা ডেঙ্গু রোগের জীবানু বহন করে। সে কারণে বসতবাড়ির আশপাশে খালি পাত্রে বা ড্রেনে যাতে পানি জমতে না পারে, পাড়ির পাশে আগাছা, ঝোপঝাড় পরিষ্কার করতে হবে।