চৌগাছায় মাদ্রাসাছাত্র নিখোঁজ

0

চৌগাছা (যশোর) সংবাদদাতা॥ চৌগাছায় মাসুম বিল্লাল (১৪) নামে এক মাদ্রাসা ছাত্র দুইদিন ধরে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় তার পিতা জাহিদুল ইসলাম বৃহস্পতিবার (২০ জুলাই) বিকেলে চৌগাছা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। মাসুম বিল্লাল উপজেলার ফুলসারা গ্রামের পল্লীচিকিৎসক জাহিদুল ইসলামের ছেলে ও সিংহঝুলী আলীম মাদ্রাসার ৯ম শ্রেণির ছাত্র।
মাসুম বিল্লালর পিতা জাহিদুল ইসলাম বলেন, প্রতিদিনের ন্যায় ১৯ জুলাই সকালে মাদ্রাসায় যাওয়ার জন্যে বাড়ি থেকে বের হয় সে। এ সময় তার পরনে ছিলো কালো পাঞ্জাবী ও কালো জিন্স প্যান্ট। সাথে মাদ্রাসার ক্লাসের বই ভরা কালো রঙের একটি স্কুল ব্যাগ।
তিনি বলেন, সে একা কোনদিন কোথাও যায়নি। আমার কোন শত্রুও নেই। এ ঘটনার পর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ রয়েছে। আমরা সকল আত্মীয়-স্বজননের বাড়িতে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তাকে পাইনি।
চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা তাকে মোবাইল ট্যাকিংসহ বিভিন্নভাবে সন্ধান পেতে চেষ্টা অব্যাহত রেখেছি।