শালিখায় ইউসিবি ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

0

শালিখা (মাগুরা) সংবাদদাতা ॥ শালিখায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। উপজেলা সদর আড়পাড়া মহিলা কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সড়কের ধারে ১ হাজার তাল গাছ ও অন্যান্য গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. কামাল হোসেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন মনিরা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রভাষ চন্দ্র গোস্বামী,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলমগীর হোসেন,উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাস,ইউসিবি ব্যাংকের শাখা ব্যবস্থাপক এ,কে,এম ওয়াহিদুল ইসলাম,অধ্যক্ষ প্রমুখ।
এ সময় উদ্যোক্তারা জানান,সাম্প্রতিক বছরগুলোতে বজ্রপাতে প্রাণহানির সংখা বেড়ে যাওয়ায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি সারাদেশে তালগাছ লাগানোর উদ্যোগ গ্রহণ করেছে। কারণ উচ্চতা ও গঠনগত দিক থেকে তাল গাছ বজ্রপাত নিরোধ সহায়ক৷প্রত্যেকটি উপজেলায় ১হাজার করে সারাদেশে ৫০ হাজার তাল গাছ বা স্থানীয় চাহিদার ভিত্তিতে অন্যান্য গাছ রোপণ করা হবে বলে প্রতিষ্ঠানটি সাংবাদিকদের জানান৷