চুয়াডাঙ্গায় কৃষি খাদ্যব্যবস্থার রূপান্তর ক্যাম্পেইন অনুষ্ঠিত

0

চুয়াডাঙ্গা সংবাদদাতা ॥ চুয়াডাঙ্গায় খাদ্য অধিকার এবং কৃষি খাদ্যব্যবস্থার রূপান্তর ক্যাম্পেইনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা জেলা খাদ্য অধিকার বাস্তবায়ন কমিটির আয়োজনে রোববার (৯ জুলাই) শহরের মালোপাড়ায় ওয়েভ ফাউন্ডেশন ট্রেনিং সেন্টার মিলনায়তনে এ সভা হয়। ফাউন্ডেশনের উপপরিচালক জহির রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, চুয়াডাঙ্গা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নাবিলা রোকসানা ছন্দা, ৭১ টিভির জেলা প্রতিনিধি এম.এ.মামুন, ইয়থ অ্যাসেম্বলির কোষাধ্যক্ষ মোহাম্মদ আল মুতাকাব্বির সাকিব বিশ্বাস, দৈনিক আকাশ খবর পত্রিকার সম্পাদক জান্নাতুল আওলিয়া নিশি, লোকমোর্চার সদর উপজেলা সভাপতি অ্যাডভোকেট মানিক আকবর, রিসোর নির্বাহী পরিচালক জাহিদুল ইসলাম, দামুড়হুদা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট রফিকুল আলম রান্টু প্রমুখ।
সভায় বক্তারা বলেন, খাদ্য অধিকার এবং কৃষি খাদ্যব্যবস্থা রূপান্তরের জন্য সরকারি সহায়তার বিশেষভাবে প্রয়োজন। সে কারণে এ কাজকে এগিয়ে নিতে হবে।